Ajker Patrika

মালিকের নিষেধাজ্ঞায় বিশাল আর্থিক ক্ষতির মুখে চেলসি

আপডেট : ১২ মার্চ ২০২২, ১১: ৪৫
মালিকের নিষেধাজ্ঞায় বিশাল আর্থিক ক্ষতির মুখে চেলসি

ক্লাব বিক্রির ঘোষণা দিয়েছিলেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। বিক্রি তো দূরে থাক, এখন নিজেই পড়ে গেছেন বড়সড় ঝামেলায়। আর্থিক লেনদেন এবং ভ্রমণে আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ক্লাবের মালিকের এই নিষেধাজ্ঞায় ভালোই বিপদে পড়েছে চেলসি।

ঘরের মাঠের টিকিট বিক্রি বন্ধ এবং খেলোয়াড় বেচাকেনায় নিষেধাজ্ঞায় পড়েছে চেলসি। একই সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো চুক্তি স্থগিতের সঙ্গে নিজেদের সরিয়ে নিচ্ছে। এর ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ছে ব্লুজরা। 

ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, চেলসির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, ‘থ্রি’ ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এক বিবৃতিতে চুক্তি স্থগিতের বিষয়টি চেলসিকে জানিয়েছে তারা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি বলেছে, ‘সরকারের সম্প্রতি ঘোষিত নিষেধাজ্ঞার কারণে চেলসি ফুটবল ক্লাবের সঙ্গে অস্থায়ীভাবে আমাদের চুক্তি স্থগিত করছি।’ 

প্রতিষ্ঠানটির নেওয়া সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে জার্সি বিক্রির অফিশিয়াল স্টোর। ডেইলি মেইল জানিয়েছে, ‘থ্রি’র পাশাপাশি নাইকিও চেলসির সঙ্গে তাদের চুক্তি স্থগিত রেখেছে। নাইকি থেকে ইংলিশ ক্লাবটি বছরে ৫৬ মিলিয়ন পাউন্ড পেয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত