নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরী আগমনের পর থেকেই আলোচনায় বাংলাদেশের মাঝমাঠ। শমিত শোম যোগ হওয়ায় যা বাড়তি মাত্রা দিয়ে। যদিও বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি শমিতের। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটি পরশু জাতীয় স্টেডিয়ামে বসেই দেখেছেন তিনি। দলের সবকিছু তাঁর ভালো লাগলেও আলাদাভাবে নজর কেড়েছে মিডফিল্ডে হামজা, জামাল ভূঁইয়া ও সোহেল রানার রসায়ন।
একদিন বিরতি দিয়ে আজ ফের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। লক্ষ্য এবার ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে হারানো। জাতীয় দলের সঙ্গে আজই প্রথম অনুশীলন করেছেন শমিত। মুখিয়ে আছেন খেলতে।
সংবাদমাধ্যমে শমিত বলেন, ‘আমি খেলার জন্য উৎসাহী। এতো সমর্থক সমর্থন করায় ও দল ভালো খেলায় গর্ব হচ্ছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে ভালো খেলতে পারব।’
দলের বন্ডিং অনেক ভালো দেখছেন শমিত। তবে প্রস্তুত থাকতে বললেন সিঙ্গাপুর ম্যাচের জন্য। ২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার বলেন, ‘দল অনেক দিক থেকে শক্তিশালী। সব জায়গায় ভারসাম্য আছে। সব জায়গাতেই উন্নতি করতে পারে। তবে আমার মিডফিল্ডটা ভালো লেগেছে গত খেলায়। হামজা, সোহেল, জামাল খুব ভালো খেলেছে। তাই এটা বড় শক্তির জায়গা। তারপর সুযোগ তো আমরা অনেক তৈরি করেছি। গোল আসবে। রক্ষণভাগ খুব ভালো করেছে, ভুটানকে আমরা কোনো সুযোগ দিইনি। মোটামুটি সবাই শক্তিশালী আছে। তবে তৈরি থাকতে হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচটা একটু কঠিন হবে।’
ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে আদর্শ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শমিত, ‘হামজার গোল খুব ভালো ছিল, কর্নার কিক থেকে দারুণ ছিল। যেটা জামাল অ্যাসিস্ট করেছে। সেটা ছাড়াও অনেক সুযোগ ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে। ফাহামিদুল তো অনেক তরুণ, তবে সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। দিনশেষে সিঙ্গাপুর ম্যাচের জন্য এটা খুব ভালো প্রস্তুতি ছিল।’
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শমিতকে সময় দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। যদিও শমিত বলছেন খুব একটা অসুবিধা হচ্ছে না তাঁর, গরমও বেশি লাগছে না। সিঙ্গাপুরে ম্যাচে তাঁকে কী করতে হবে তা ইতোমধ্যেই জানিয়েছেন কাবরেরা।
শমিত বলেন, ‘কোচ আমাকে বিস্তারিত অনেক কিছুই জানাচ্ছে, আমার ধরনটা কী রকম ও ভূমিকা কী হবে। তিন-চার দিন যেহেতু সময় আছে প্রস্তুতি নেওয়ার, তাই সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে। ম্যাচ পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি কীভাবে দলকে সহায়তা করতে পারব।’
সিঙ্গাপুর দলে ত্রাসের নাম ইখসান ফান্দি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তাঁকে নিয়ে শমিত বলেন, ‘ইখসান ফান্দিকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। সে তো তাদের বড় অস্ত্র, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের বিপক্ষে সে কী করতে পারে। কীভাবে তাদের চাপে ফেলতে পারি, সেটা ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কৌশলগতভাবে কাজ করছি।’
হামজা চৌধুরী আগমনের পর থেকেই আলোচনায় বাংলাদেশের মাঝমাঠ। শমিত শোম যোগ হওয়ায় যা বাড়তি মাত্রা দিয়ে। যদিও বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক হয়নি শমিতের। তবে ভুটানের বিপক্ষে ম্যাচটি পরশু জাতীয় স্টেডিয়ামে বসেই দেখেছেন তিনি। দলের সবকিছু তাঁর ভালো লাগলেও আলাদাভাবে নজর কেড়েছে মিডফিল্ডে হামজা, জামাল ভূঁইয়া ও সোহেল রানার রসায়ন।
একদিন বিরতি দিয়ে আজ ফের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। লক্ষ্য এবার ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরকে হারানো। জাতীয় দলের সঙ্গে আজই প্রথম অনুশীলন করেছেন শমিত। মুখিয়ে আছেন খেলতে।
সংবাদমাধ্যমে শমিত বলেন, ‘আমি খেলার জন্য উৎসাহী। এতো সমর্থক সমর্থন করায় ও দল ভালো খেলায় গর্ব হচ্ছে। আশা করি, সিঙ্গাপুরের বিপক্ষেও একইভাবে ভালো খেলতে পারব।’
দলের বন্ডিং অনেক ভালো দেখছেন শমিত। তবে প্রস্তুত থাকতে বললেন সিঙ্গাপুর ম্যাচের জন্য। ২৭ বছর বয়সী কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার বলেন, ‘দল অনেক দিক থেকে শক্তিশালী। সব জায়গায় ভারসাম্য আছে। সব জায়গাতেই উন্নতি করতে পারে। তবে আমার মিডফিল্ডটা ভালো লেগেছে গত খেলায়। হামজা, সোহেল, জামাল খুব ভালো খেলেছে। তাই এটা বড় শক্তির জায়গা। তারপর সুযোগ তো আমরা অনেক তৈরি করেছি। গোল আসবে। রক্ষণভাগ খুব ভালো করেছে, ভুটানকে আমরা কোনো সুযোগ দিইনি। মোটামুটি সবাই শক্তিশালী আছে। তবে তৈরি থাকতে হবে, কারণ সিঙ্গাপুর ম্যাচটা একটু কঠিন হবে।’
ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ে আদর্শ প্রস্তুতি হয়েছে বলে মনে করেন শমিত, ‘হামজার গোল খুব ভালো ছিল, কর্নার কিক থেকে দারুণ ছিল। যেটা জামাল অ্যাসিস্ট করেছে। সেটা ছাড়াও অনেক সুযোগ ছিল। সোহেল খুব সুন্দর গোল দিয়েছে। ফাহামিদুল তো অনেক তরুণ, তবে সে খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। দিনশেষে সিঙ্গাপুর ম্যাচের জন্য এটা খুব ভালো প্রস্তুতি ছিল।’
আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শমিতকে সময় দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা। যদিও শমিত বলছেন খুব একটা অসুবিধা হচ্ছে না তাঁর, গরমও বেশি লাগছে না। সিঙ্গাপুরে ম্যাচে তাঁকে কী করতে হবে তা ইতোমধ্যেই জানিয়েছেন কাবরেরা।
শমিত বলেন, ‘কোচ আমাকে বিস্তারিত অনেক কিছুই জানাচ্ছে, আমার ধরনটা কী রকম ও ভূমিকা কী হবে। তিন-চার দিন যেহেতু সময় আছে প্রস্তুতি নেওয়ার, তাই সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে। ম্যাচ পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি কীভাবে দলকে সহায়তা করতে পারব।’
সিঙ্গাপুর দলে ত্রাসের নাম ইখসান ফান্দি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তাঁকে নিয়ে শমিত বলেন, ‘ইখসান ফান্দিকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। সে তো তাদের বড় অস্ত্র, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের বিপক্ষে সে কী করতে পারে। কীভাবে তাদের চাপে ফেলতে পারি, সেটা ভিডিও অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কৌশলগতভাবে কাজ করছি।’
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে