নিজস্ব প্রতিবেদক,বেঙ্গালুরু থেকে
‘বি’ গ্রুপে হিসাবের একটা জটিল মারপ্যাঁচ তৈরি হতো যদি আজ প্রথম লেবাননকে হারিয়ে দিত মালদ্বীপ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প থাকত না বাংলাদেশের সামনে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে ২৩ মিনিটে হাসান মাতুকের গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের জন্য একাধিক বিকল্প খুলে দিয়েছে এবারের সাফে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লেবানন। তিন জয়ে ‘বি’ গ্রুপের সেরা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা দলটি। লেবাননের জয়ে ২০০৯ সালের পর বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।
তিন জয়ে লেবাননের পয়েন্ট এখন ৯। সমান ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টও তাই। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচটায় বাংলাদেশকে শুধু একটা পয়েন্ট পেলেই চলবে। জয় বা ড্র হলেই সেমিফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। সুযোগ থাকবে ভুটানের কাছে হারলেও।
যদি ভুটানের হেরেই যায় বাংলাদেশ তখন লেবানন ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ৩। তখন হিসাব কষতে হবে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান এই তিন দল কে কার বিপক্ষে করেছে কত গোল। ভুটানকে ২-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে ৩-১ গোলে। ৩ গোল করা মালদ্বীপ হজমও করেছে সমান তিন গোল। মালদ্বীপকে ৩ গোল দেওয়া বাংলাদেশ এক গোল হজম করায় +২ গোলে এগিয়ে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও সেমিতে খেলবেন জামালরা। তবে ভুটানের কাছে হারের ব্যবধান ২ গোলের বেশি হলেই বিপদে পড়ে যাবে বাংলাদেশ।
হিসাবের মারপ্যাঁচে না গিয়ে বাংলাদেশের জন্য এখন সহজ সমীকরণ ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পাওয়া। মালদ্বীপকে হারিয়ে যেভাবে উজ্জীবিত বাংলাদেশ দলও চায় জয় নিয়েই সেমিফাইনালে খেলতে।
‘বি’ গ্রুপে হিসাবের একটা জটিল মারপ্যাঁচ তৈরি হতো যদি আজ প্রথম লেবাননকে হারিয়ে দিত মালদ্বীপ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প থাকত না বাংলাদেশের সামনে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে ২৩ মিনিটে হাসান মাতুকের গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের জন্য একাধিক বিকল্প খুলে দিয়েছে এবারের সাফে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লেবানন। তিন জয়ে ‘বি’ গ্রুপের সেরা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা দলটি। লেবাননের জয়ে ২০০৯ সালের পর বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।
তিন জয়ে লেবাননের পয়েন্ট এখন ৯। সমান ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টও তাই। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচটায় বাংলাদেশকে শুধু একটা পয়েন্ট পেলেই চলবে। জয় বা ড্র হলেই সেমিফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। সুযোগ থাকবে ভুটানের কাছে হারলেও।
যদি ভুটানের হেরেই যায় বাংলাদেশ তখন লেবানন ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ৩। তখন হিসাব কষতে হবে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান এই তিন দল কে কার বিপক্ষে করেছে কত গোল। ভুটানকে ২-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে ৩-১ গোলে। ৩ গোল করা মালদ্বীপ হজমও করেছে সমান তিন গোল। মালদ্বীপকে ৩ গোল দেওয়া বাংলাদেশ এক গোল হজম করায় +২ গোলে এগিয়ে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও সেমিতে খেলবেন জামালরা। তবে ভুটানের কাছে হারের ব্যবধান ২ গোলের বেশি হলেই বিপদে পড়ে যাবে বাংলাদেশ।
হিসাবের মারপ্যাঁচে না গিয়ে বাংলাদেশের জন্য এখন সহজ সমীকরণ ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পাওয়া। মালদ্বীপকে হারিয়ে যেভাবে উজ্জীবিত বাংলাদেশ দলও চায় জয় নিয়েই সেমিফাইনালে খেলতে।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৭ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে