Ajker Patrika

আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২২, ১৪: ৩০
Thumbnail image

বার্সেলোনা হয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু সবার সব স্বপ্ন তো আর পূরণ হয় না। আর্জেন্টাইন মহাতারকার বেলায়ও হয়নি। 

স্প্যানিশ লা লিগার আর্থিক নিয়মের মারপ্যাঁচে দুই পক্ষের প্রবল ইচ্ছা সত্ত্বেও বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে চোখের জলে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন তিনি। নতুন তাঁবু গাড়েন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)।

পিএসজিতে নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের আক্রমণভাগের সঙ্গী হিসেবে পেয়েছেন মেসি। সদ্য সমাপ্ত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপাও জিতেছেন। তবু মনটা এখনো বার্সাতেই পড়ে আছে। তিনি আর বার্সার কেউ নন—এই নির্মম সত্যি মানতে কষ্ট হয় তাঁর। 

আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘মানতে তো কষ্ট হয়-ই। কখনো ভাবিনি (বার্সা ছাড়া) অন্য ক্লাবে খেলব। আর্জেন্টিনার হয়ে অনেকগুলো ফাইনাল হারের পর গত বছর কোপা আমেরিকার শিরোপা জয় অনেক আনন্দের ছিল। খুব খুশি মনে বার্সেলোনায় ফিরেছিলাম। এসেই হঠাৎ কী যে হয়ে গেল!’

লিওনেল মেসি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আগামীকাল রাতে ইউরোজয়ী ইতালির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। কোপা জয়ী দলকে নেতৃত্ব দিয়ে আরেকটি শিরোপা এনে দিতে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি।’ 

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার পুরস্কারটা করিম বেনজেমার হাতে দেখছেন, ‘সে (বেনজেমা) দুর্দান্ত এক মৌসুম চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে শেষ করেছে। বিশেষ করে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত সে অসাধারণ খেলেছে। কোনো সন্দেহ ছাড়াই বলছি, ব্যালন ডি’অর এবার ওরই প্রাপ্য।’

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত