ক্রীড়া ডেস্ক
যে ফিফা ক্লাব বিশ্বকাপ ৮ দলের মধ্যে সীমাবদ্ধ থেকেছে, সেই প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে ৩২ দলকে নিয়ে। ফুটবলের জন্য যেটিকে ‘নতুন যুগে’র সূচনা বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর ভাষায়, ‘এটি ক্লাব ফুটবলের এক নতুন যুগের শুরু; অনেকটা যেমন ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল।’ আরও বেশি ক্লাব, আরও বেশি দেশের খেলোয়াড় সম্পৃক্ত থাকবে এই টুর্নামেন্টে, যা আরও বেশি মানুষের কাছে এর আবেদন বাড়াবে। ইনফান্তিনোর বিশ্বাস এমনই, ‘এমন অনেক দেশ রয়েছে, যারা কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায় না; তারা এবার অন্তত তাদের ক্লাব ও খেলোয়াড়দের মাধ্যমে এই প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে। যা শুধু ক্লাবের জন্য নয়, দেশের জন্যও গর্বের।’
টুর্নামেন্টের বর্ধিত কলেবর ও ঘিঞ্জি সূচি নিয়ে কিছু ক্লাব তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তবে ইনফান্তিনোর বিশ্বাস, ‘খেলা শুরু হলে সবাই বুঝতে পারবে, এখানে কী ঘটছে। এটা বিশেষ কিছু।’
‘বিশেষ কিছু’ বলেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এফসি যেমন এই টুর্নামেন্টে খেলছে, তেমনি খেলছে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস, তিউনিসিয়ার এসপারেন্স দে তিউনিস কিংবা আরব আমিরাতের আল আইন। আর ক্লাব ফুটবলে শাসনের ছড়ি ঘোরানো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ তো রয়েছেই।
৩২ ক্লাব উঠে এল যেভাবে
ছয়টি ফুটবল কনফেডারেশনের ৩২ ক্লাব অংশ নেবে ক্লাব বিশ্বকাপে। ইউরোপ থেকে সবচেয়ে বেশি ১২টি ক্লাব সুযোগ পেয়েছে। ২০২০-২১ থেকে ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ীরা সরাসরি জায়গা করে নিয়েছে। বাকিরা সুযোগ পেয়েছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ঠিক একইভাবে লাতিন আমেরিকা থেকে ৬টি, এশিয়া, কনক্যাকাফ ও আফ্রিকা থেকে ৪টি এবং ওশেনিয়া কনফেডারেশন থেকে খেলবে একটি ক্লাব। এ ছাড়া ইন্টার মায়ামি খেলবে স্বাগতিক হিসেবে।
ফরম্যাট
৩২ ক্লাবকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে নকআউট পর্বে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। বিশ্বকাপ ফুটবলের মতো এই টুর্নামেন্টে থাকছে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফাইনাল মাঠে গড়াবে ১৩ জুলাই।
তারার মেলা
তারার মেলাই বসতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। রিয়ালের কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র। ইন্টার মায়ামি স্বাগতিক হওয়ায় এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই নজরটা বেশি থাকবে লিওনেল মেসির ওপর। এ ছাড়া সিটির আর্লিং হালান্ড, পিএসজির ওসমান দেম্বেলে, বায়ার্নের হ্যারি কেইনরা কেমন করবেন, সেদিকেও চোখ থাকবে।
শুরু: ১৪ জুন (বাংলাদেশ সময় ১৫ জুন সকাল ৬ টা)।
গ্রুপ পর্ব: ১৪ থেকে ২৬ জুন
শেষ ষোলো: ২৮ জুন-১ জুলাই
শেষ আট: ৪-৫ জুলাই
সেমিফাইনাল: ৮-৯ জুলাই
ফাইনাল: ১৩ জুলাই
আয়োজক: যুক্তরাষ্ট্র
খেলছে: ৩২ দল
কারা কীভাবে ক্লাব বিশ্বকাপে
৬৩ ম্যাচ
হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা।
প্রাইজমানি
১ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা ১২ হাজার ২৫৪ কোটি।
চ্যাম্পিয়ন: ৪ কোটি ডলার
রানার্সআপ: ৩ কোটি ডলার
কোনো ম্যাচ না হারলে চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ ১২৫ কোটি আয়ের সুযোগ
সবচেয়ে বেশি শিরোপা
রিয়াল মাদ্রিদ ৫
বার্সেলোনা ৩
করিন্থিয়ানস ২
বায়ার্ন ২
একবার করে শিরোপা জিতেছে লিভারপুল, চেলসি, সাও পাওলো, ইন্টারন্যাশিওনাল, মিলান, ম্যান, ইউনাইটেড, ইন্টার ও ম্যানসিটি।
যে ফিফা ক্লাব বিশ্বকাপ ৮ দলের মধ্যে সীমাবদ্ধ থেকেছে, সেই প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে ৩২ দলকে নিয়ে। ফুটবলের জন্য যেটিকে ‘নতুন যুগে’র সূচনা বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর ভাষায়, ‘এটি ক্লাব ফুটবলের এক নতুন যুগের শুরু; অনেকটা যেমন ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল।’ আরও বেশি ক্লাব, আরও বেশি দেশের খেলোয়াড় সম্পৃক্ত থাকবে এই টুর্নামেন্টে, যা আরও বেশি মানুষের কাছে এর আবেদন বাড়াবে। ইনফান্তিনোর বিশ্বাস এমনই, ‘এমন অনেক দেশ রয়েছে, যারা কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায় না; তারা এবার অন্তত তাদের ক্লাব ও খেলোয়াড়দের মাধ্যমে এই প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে। যা শুধু ক্লাবের জন্য নয়, দেশের জন্যও গর্বের।’
টুর্নামেন্টের বর্ধিত কলেবর ও ঘিঞ্জি সূচি নিয়ে কিছু ক্লাব তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তবে ইনফান্তিনোর বিশ্বাস, ‘খেলা শুরু হলে সবাই বুঝতে পারবে, এখানে কী ঘটছে। এটা বিশেষ কিছু।’
‘বিশেষ কিছু’ বলেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এফসি যেমন এই টুর্নামেন্টে খেলছে, তেমনি খেলছে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস, তিউনিসিয়ার এসপারেন্স দে তিউনিস কিংবা আরব আমিরাতের আল আইন। আর ক্লাব ফুটবলে শাসনের ছড়ি ঘোরানো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ তো রয়েছেই।
৩২ ক্লাব উঠে এল যেভাবে
ছয়টি ফুটবল কনফেডারেশনের ৩২ ক্লাব অংশ নেবে ক্লাব বিশ্বকাপে। ইউরোপ থেকে সবচেয়ে বেশি ১২টি ক্লাব সুযোগ পেয়েছে। ২০২০-২১ থেকে ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ীরা সরাসরি জায়গা করে নিয়েছে। বাকিরা সুযোগ পেয়েছে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ঠিক একইভাবে লাতিন আমেরিকা থেকে ৬টি, এশিয়া, কনক্যাকাফ ও আফ্রিকা থেকে ৪টি এবং ওশেনিয়া কনফেডারেশন থেকে খেলবে একটি ক্লাব। এ ছাড়া ইন্টার মায়ামি খেলবে স্বাগতিক হিসেবে।
ফরম্যাট
৩২ ক্লাবকে ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে নকআউট পর্বে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। বিশ্বকাপ ফুটবলের মতো এই টুর্নামেন্টে থাকছে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফাইনাল মাঠে গড়াবে ১৩ জুলাই।
তারার মেলা
তারার মেলাই বসতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। রিয়ালের কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র। ইন্টার মায়ামি স্বাগতিক হওয়ায় এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই নজরটা বেশি থাকবে লিওনেল মেসির ওপর। এ ছাড়া সিটির আর্লিং হালান্ড, পিএসজির ওসমান দেম্বেলে, বায়ার্নের হ্যারি কেইনরা কেমন করবেন, সেদিকেও চোখ থাকবে।
শুরু: ১৪ জুন (বাংলাদেশ সময় ১৫ জুন সকাল ৬ টা)।
গ্রুপ পর্ব: ১৪ থেকে ২৬ জুন
শেষ ষোলো: ২৮ জুন-১ জুলাই
শেষ আট: ৪-৫ জুলাই
সেমিফাইনাল: ৮-৯ জুলাই
ফাইনাল: ১৩ জুলাই
আয়োজক: যুক্তরাষ্ট্র
খেলছে: ৩২ দল
কারা কীভাবে ক্লাব বিশ্বকাপে
৬৩ ম্যাচ
হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২ ভেন্যুতে। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা।
প্রাইজমানি
১ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা ১২ হাজার ২৫৪ কোটি।
চ্যাম্পিয়ন: ৪ কোটি ডলার
রানার্সআপ: ৩ কোটি ডলার
কোনো ম্যাচ না হারলে চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ ১২৫ কোটি আয়ের সুযোগ
সবচেয়ে বেশি শিরোপা
রিয়াল মাদ্রিদ ৫
বার্সেলোনা ৩
করিন্থিয়ানস ২
বায়ার্ন ২
একবার করে শিরোপা জিতেছে লিভারপুল, চেলসি, সাও পাওলো, ইন্টারন্যাশিওনাল, মিলান, ম্যান, ইউনাইটেড, ইন্টার ও ম্যানসিটি।
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
২ ঘণ্টা আগেনানান রেকর্ডের হাতছানি ছিল শুবমান গিলের সামনে। সেসব রেকর্ড ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে ভারতের টেস্ট অধিনায়ককে বড় একটি ইনিংসই খেলতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টে ওভালে আজ বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৩৫ বলে ২১ রান করে আউট হয়ে গেছেন। তাতেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভা
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
৫ ঘণ্টা আগে