কোচদের চাকরি ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো—ফুটবলে মেজর কোনো টুর্নামেন্ট এলে এই কথা শোনা যায় বারবার। বিশেষ করে, দল ব্যর্থ হলে কোচদের চাকরি চলে যায় দ্রুতই। হিউস্টনে আজ আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ।
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে কোপা আমেরিকার নকআউট পর্ব। শেষ আটের ম্যাচটিতে সমানে সমানে লড়াই করলেও টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজ বীরত্বে জিতল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিদায়ের পরই সানচেজের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এফইএফ এক বিবৃতিতে বলেছে, ‘ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) আজ জানাচ্ছে যে টেকনিকাল ডিরেক্টর ফেলিক্স সানচেজ ব্যাসের সঙ্গে চুক্তি শেষ করার ব্যাপারে রাজি হওয়া গেছে। ফেলিক্স ও কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারত্বের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তাদের সফলতার জন্য শুভকামনা জানাই।’
২০২৩–এর মার্চে ইকুয়েডরের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সানচেজ। চার বছরের চুক্তি থাকলেও ১৬ মাসেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ইকুয়েডরের। লাতিন আমেরিকার দলটি এই সময়ে তাঁর অধীনে ১৯ ম্যাচ জিতেছে ১০টি। হেরেছে ৬টি ও ড্র করেছে ৩টি। হিউস্টনে আজ আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় আর্জেন্টিনা। যেখানে বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ দুটি গোল বাঁচিয়ে আকাশি-নীলদের তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। ১৯৯৩ সালের পর সেমির কাছাকাছি গিয়েও যাওয়া হলো না ইকুয়েডরের।
কোচদের চাকরি ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো—ফুটবলে মেজর কোনো টুর্নামেন্ট এলে এই কথা শোনা যায় বারবার। বিশেষ করে, দল ব্যর্থ হলে কোচদের চাকরি চলে যায় দ্রুতই। হিউস্টনে আজ আর্জেন্টিনার কাছে হেরে কোপা আমেরিকার নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পদত্যাগ করেছেন ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ।
হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে কোপা আমেরিকার নকআউট পর্ব। শেষ আটের ম্যাচটিতে সমানে সমানে লড়াই করলেও টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজ বীরত্বে জিতল আর্জেন্টিনা। ইকুয়েডরের বিদায়ের পরই সানচেজের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এফইএফ এক বিবৃতিতে বলেছে, ‘ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) আজ জানাচ্ছে যে টেকনিকাল ডিরেক্টর ফেলিক্স সানচেজ ব্যাসের সঙ্গে চুক্তি শেষ করার ব্যাপারে রাজি হওয়া গেছে। ফেলিক্স ও কোচিং স্টাফকে তাদের কাজ ও পেশাদারত্বের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তাদের সফলতার জন্য শুভকামনা জানাই।’
২০২৩–এর মার্চে ইকুয়েডরের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন সানচেজ। চার বছরের চুক্তি থাকলেও ১৬ মাসেই তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ইকুয়েডরের। লাতিন আমেরিকার দলটি এই সময়ে তাঁর অধীনে ১৯ ম্যাচ জিতেছে ১০টি। হেরেছে ৬টি ও ড্র করেছে ৩টি। হিউস্টনে আজ আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচটি ১-১ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় আর্জেন্টিনা। যেখানে বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ দুটি গোল বাঁচিয়ে আকাশি-নীলদের তুলেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। ১৯৯৩ সালের পর সেমির কাছাকাছি গিয়েও যাওয়া হলো না ইকুয়েডরের।
নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩৭ মিনিট আগেবলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
১ ঘণ্টা আগেলাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
১ ঘণ্টা আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
২ ঘণ্টা আগে