Ajker Patrika

‘সাকিবের না থাকা দলে প্রভাব ফেলবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২: ০৯
‘সাকিবের না থাকা দলে প্রভাব ফেলবে না’

দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না। 

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে। 

তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’ 

তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত