Ajker Patrika

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর আইসিসির দুঃসংবাদ পেল পাকিস্তান

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪৫
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর আইসিসির দুঃসংবাদ পেল পাকিস্তান

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। আহমেদ শেহজাদ, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদরা রীতিমতো ধুয়ে দিয়েছেন পাকিস্তান দলকে। শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান এবার আইসিসির থেকেও পেল দুঃসংবাদ। 

রাওয়ালপিন্ডিতে গতকাল শেষ হয়েছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের পর আইসিসি আজ টেস্টের দলীয় র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট ৭৬। বাংলাদেশ বরাবরের মতো ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট বেড়েছে। সিরিজ শুরুর আগে যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৫৩,  সেটা বেড়ে এখন হয়েছে ৬৬। 

পাকিস্তানের অবনতি হওয়ায় টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে এখন ৬ ও ৭ নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা ও উইন্ডিজ। লঙ্কা ও ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৮৩ ও ৭৭। যদিও দল দুটির টেস্টে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ নিজের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। শ্রীলঙ্কা এরই মধ্যে ইংল্যান্ডের কাছে দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে। লন্ডনের ওভালে পরশু শুরু হচ্ছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট। 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশসহ ৯ দলের অবস্থান আগের মতোই অপরিবর্তিত। ১২৪, ১২০ ও ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেস্টের প্রথম তিনে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। চার ও পাঁচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান অবস্থান করছে ১০, ১১ ও ১২ নম্বরে। যেখানে আয়ারল্যান্ড এ বছর জিম্বাবুয়ে ও আফগানিস্তান দুই দলকে টেস্টে হারিয়েছে। আফগানদের রেটিং পয়েন্ট শূন্য।    

ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। রাওয়ালপিন্ডিতে সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের হারানোর পর পাকিস্তান ঘরের মাঠে খেলেছে ১০ টেস্ট। তবে এশিয়ার দলটি এই সময়ে এক ম্যাচও জিততে পারেনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেরেছে ৬ ম্যাচ এবং ড্র করেছে ৪ ম্যাচ।  ২০২১-এর ফেব্রুয়ারির পর থেকে ইংল্যান্ড, বাংলাদেশ দুই দলের কাছে টেস্টে পাকিস্তান ধবলধোলাই হয়েছে ঘরের মাঠে। ইংল্যান্ডের কাছে পাকিস্তান টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হয়েছিল ২০২২ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত