Ajker Patrika

২১ বলের সেঞ্চুরিতে রেকর্ড গড়া কে এই বাট

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মাত্র ১০ ওভারের ম্যাচ। চার-ছক্কার ফুলঝুরি এসব ম্যাচে না হলে আর কোন ম্যাচে হবে। ধুন্ধুমার ব্যাটিংয়ে আসজাদ বাট যেন ছাপিয়ে গেলেন সবকিছুকেই। ঝোড়ো সেঞ্চুরিতে করেছেন নতুন এক রেকর্ড। 

বাটের এই রেকর্ড হয়েছে ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেনে। টুর্নামেন্টটি চলছে এখন স্পেনে। সোহাল হসপিটালেট দলটির অধিনায়ক তিনি। টুর্নামেন্টের ৮৬ তম ম্যাচে গত পরশু তাদের প্রতিপক্ষ ছিল কাতালুনিয়া ড্রাগনস। ড্রাগনসের বিপক্ষে ২১ বলে সেঞ্চুরি করেছেন বাট। তাতে ইসিএস টি-টেনের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ১৮ ছক্কা ও ৪ চারে ১২৮ রান করে অপরাজিত থাকেন বাট। হসপিটালেটের আরেক ওপেনার ওয়াকাস জিয়া ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫৬ রান করে জয় নিশ্চিত করে হসপিটালেট। প্রথমে ব্যাটিং করে ড্রাগনস নির্ধারিত ১০ ওভারে ব্যাটিংয়ে করেছিল ৪ উইকেটে ১৫৫ রান। 

আসজাদের আগে ইসিএস টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৫ বলে। মার্সটা সিসির ওপেনার শের আলি গত বছরের জুনে ২৫ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। 

ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালের ১৮ জানুয়ারি জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়েছে ঠিক তার পরের বছর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বলে সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম। ৩৪ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নেপালের কুশল মাল্লা। হাংঝুতে মঙ্গোলিয়ার বিপক্ষে এশিয়ান গেমসে এই কীর্তি গড়েন কুশল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত