Ajker Patrika

শেন ওয়ার্ন মারা গেছেন 

আপডেট : ০৪ মার্চ ২০২২, ২১: ০৮
শেন ওয়ার্ন মারা গেছেন 

তাঁর হাত থেকে বেরিয়েছিল বিংশ শতাব্দীর সেরা বলটি। তর্কাতীতভাবে সর্বকালের সেরা লেগ স্পিনার তিনি। বর্তমান প্রজন্ম তাঁকে অনুসরণ করেই লেগ স্পিনে দীক্ষা নিচ্ছে। কিন্তু এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া শিল্পীই এখন শুধুই অতীত। 

মারা গেছেন শেন ওয়ার্ন। ৫২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই কিংবন্তী লেগ স্পিনার। শুক্রবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে ওয়ার্নের মৃত্যুর খবরটি জানিয়েছে। 

ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডের পূর্ব উপকূলীয় দ্বীপ কো সামুইয়ে মারা গেছেন ওয়ার্ন, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। 

ফক্স আরও জানিয়েছে, শেন ওয়ার্নকে তাঁর বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেও ওয়ার্নকে বাঁচাতে পারেননি। পরিবারের অনুরোধে গোপন রাখা হয় বিষয়টি। 

দেড় যুগের বেশি লম্বা ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বোলার হিসেবে তাঁর উইকেট সংখ্যা ৭০৮ টি। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত