Ajker Patrika

জ্যোতির ব্যাটিং তাণ্ডবে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ০৪
রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। ছবি: আইসিসি
রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। ছবি: আইসিসি

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। টানা দুই জয়ের পর লাহোরে আজ নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাটিংটা বেশ দুর্দান্তই হলো তাদের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং তাণ্ডবের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে বাংলাদেশের মেয়েরা।

ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরও এটি। বিশ্বকাপে বাছাইয়ে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে করেছিল ২৭১ রান। পাঁচ দিনের মাথায় নিজেদের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়ল তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

এ ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা মোটামুটি ভালোই বলা যায়। ৩৫ রানে নবম ওভারে প্রথম উইকেট হারায় তারা। ইসমা তানজিম এ ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফেরেন ১৪ রান করে। দ্বিতীয় উইকেটে ইনিংসের শক্ত ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। দুজনে গড়েন ১০৩ রানের জুটি। শারমিন ৭৯ বলে ৫৭ ও ফারজানা ৮৪ বলে ৬ চারে করেন ৫৭। তিন ম্যাচে ফারজানার দ্বিতীয় ফিফটি।

চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালিয়েছেন জ্যোতি। ৫৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক-ব্যাটার। ইনিংসে ছিল ১১টি চার। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছিলেন ফিফটি। আজ তৃতীয় ম্যাচেও নিজের সেই ছন্দ ধরে রাখলেন জ্যোতি। ফাহিমা খাতুন ২২ বলে করেছেন ২৬ রান। স্কটল্যান্ডের পেসার ক্যাথরিন ব্রাইস ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ক্যাথেরিন ফ্রেজার। ওয়ানডেতে স্কটল্যান্ডের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৬টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর আগে ডার্সি কার্টার নিয়েছিলেন ৫টি ক্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

বিএনপি ধর্মনিরপেক্ষতার পক্ষে নয়, বহুত্ববাদেরও বিপক্ষে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত