Ajker Patrika

মেয়াদ শেষের পরও যেভাবে কাজ করে যাচ্ছেন নান্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২০: ২২
মেয়াদ শেষের পরও যেভাবে কাজ করে যাচ্ছেন নান্নু

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁরা। 

এর মধ্যে নির্বাচক পদে নতুন করে অনেকের নামও শোনা যাচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নান্নু, সুমন ও আব্দুর রাজ্জাক—এই নির্বাচক প্যানেলই দায়িত্ব চালিয়ে যাবেন, এমন গুঞ্জনও রয়েছে। তবে সেটি উড়িয়ে দিয়েছেন নান্নু। 

রাজ্জাক যেহেতু পরে নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন, তাই এখনো এক বছর এ পদে বহাল থাকবেন তিনি। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে নান্নু জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের আগামী সভায় চূড়ান্ত হতে পারে তাঁদের ভবিষ্যৎ। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমরা কোনো আপডেট দিতে পারব না। আমাদের বোর্ড থেকে যেটা বলা হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে—এখন চালিয়ে যেতে। আগামী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কোনো কিছুই আমরা বলতে পারব না।’ 

পরিচালনা পর্ষদের মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় নান্নু ও সুমন। তবে এর আগেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বোর্ডের সিদ্ধান্তে দায়িত্ব পালন করেছিলেন তাঁরা। সেই স্মরণ করিয়ে দিয়ে নান্নু বলেন, ‘এমনি আমাদের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এর আগেও মেয়াদ শেষের পরে আমরা কাজ করে গিয়েছিলাম, সেভাবেই কাজ করে যাচ্ছি। বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’ 

এখন নান্নুর নির্বাচক প্যানেল অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের টুর্নামেন্ট রোমাঞ্চকর হবে বলে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক, ‘বিপিএলের গত আসরে তিন ভেন্যুতেই উইকেট ভালো ছিল। অনেক রান হয়েছে। আমরা চাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। মাঠের দায়িত্বে যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করেন। এবারও ভালো উইকেট হবে। আমরা আগে বিপিএলটা দেখতে চাই। এই বছর অনেক ম্যাচ আছে। ব্যাকআপ খেলোয়াড় দরকার। বিপিএলের বাইরেও বেশ কিছু সিরিজ রয়েছে। সব মিলে এসব জায়গায় ক্রিকেটারদের দেখার সুযোগ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত