ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!
ঢাকা: লর্ডসে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের টেস্ট। আর ঘুম হারাম ডেভিড ওয়ার্নারের! এই ম্যাচে তো ওয়ার্নারের ভূমিকা শুধুই দর্শক, তবু কেন অস্ট্রেলিয়ান ওপেনারের এত চিন্তা?
ওয়ার্নার নিজেই টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেন, টিভি পর্দায় যতবার স্টুয়ার্ট ব্রডকে দেখছেন ততবারই গত অ্যাশেজের ব্রড–আতঙ্ক ফিরে আসছে মনে! যে আতঙ্কে তিনি সামনের অ্যাশেজে ব্রডকে কীভাবে সামলাবেন, সেই চিন্তায় ঘুমাতে পারছেন না! ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১৯ অ্যাশেজে ব্রড যেভাবে ওয়ার্নারকে ভুগিয়েছেন, তাতে ওয়ার্নারের ঘুম উধাও হওয়াটাই স্বাভাবিক!
পাঁচ ম্যাচের সেই সিরিজে ১০ ইনিংসের সাতবারই ওয়ার্নারকে আউট করেছেন ব্রড। সাতবারের তিনবারই রানের খাতা খুলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। বাকি চার ইনিংসে তাঁর রান ২,৮,৩ ও ১১। ব্রডের বলে আউট হওয়া বিবর্ণ সংখ্যাগুলো গত অ্যাশেজে ওয়ার্নারের মলিন পারফরম্যান্সের সাক্ষী দেয়। অন্য তিন ইনিংসে তিনি আউট হয়েছিলেন জফরা আর্চারের বলে। সব মিলিয়ে সেই সিরিজে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৯৫ রান।
শুধু গত অ্যাশেজই নয়, ক্যারিয়ারজুড়েই ওয়ার্নারকে রীতিমতো ‘বানি’ বানিয়ে ফেলেছেন ব্রড। টেস্ট ক্যারিয়ারে ওয়ার্নার সবচেয়ে বেশি আউট হয়েছেন এই ইংলিশ ফাস্ট বোলারের বলে। ব্রডের বিপক্ষে ৪২ ইনিংসের ১২বারই আউট হয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্দিষ্ট বোলারের বলে ওয়ার্নারের বেশিবার আউটের এই তালিকার প্রথম তিনজনের দুজনই ইংলিশ পেসার। তালিকার এক নম্বরে ব্রড সেটা তো আগেই বলা হয়েছে। তিনে রয়েছেন আরেক ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের বিপক্ষে ৩১ ইনিংসের নয়বার ড্রেসিংরুমে ফিরেছেন ওয়ার্নার। কঠিন এই বোলারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছেন ওয়ার্নারও। আগামী অ্যাশেজ হতে যাচ্ছে ডিসেম্বরে। গতবারের ভুলে যাওয়ার পরিসংখ্যান তবু ফিরে ফিরে আসছে ওয়ার্নারের মনে। সেটি যেন আরও বেশি মনে পড়ছে টিভি পর্দায় ব্রডকে দেখে! তবে শুধু আতঙ্কিত হতেই নয়, ওয়ার্নার কিন্তু পরোক্ষভাবে তৈরি হওয়ার কথাটাও জানিয়ে রাখলেন। ঘরের মাঠে হতে যাওয়া সামনের অ্যাশেজে অস্ট্রেলীয় ওপেনার নামতে চাইবেন ব্রডেরই ঘুম হারাম করতে!
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১১ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৫ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৫ ঘণ্টা আগে