ক্রীড়া ডেস্ক
শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখালেন রিংকু সিং। যশ দয়ালের শেষ পাঁচ বলে টানা পাঁচ ছয় মেরে সমীকরণটা মিলিয়ে দেন তিনি। আজ আহমেদাবাদে গুজরাট টাইটানসের ২০৫ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতেছে কলকাতা।
শেষ ওভারের প্রথম বলে ১ রান দিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর তাঁর অবিশ্বাস্য পাঁচ ছয়। ২১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৮ রান করে মাঠ ছাড়েন রিংকু। কলকাতা ৭ উইকেটে করে ২০৭ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিজয় শঙ্কর ও সাই সুদর্শনের ফিফটিতে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটানস।
রিংকুর দুর্দান্ত ব্যাটিংয়ে বৃথা গেছে রশিদ খানের হ্যাটট্রিক। অনেক চেষ্টা করেও আফগান স্পিনারের দুর্দান্ত গুগলিটা ঠেকিয়ে রাখতে পারেননি শার্দুল ঠাকুর। মিডল স্টাম্প বরাবর থাকা বলটা লাগল প্যাডে। আম্পায়ার আঙুল তুলতে কালক্ষেপণ করেননি। তাতেই হ্যাটট্রিক রশিদ খানের।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট গুজরাট টাইটানস অধিনায়কের। আন্দ্রে রাসেলকে দিয়ে শুরু। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মাত্র ১ রান করে রশিদের ঘূর্ণি জালে পড়ে ক্যাচ দিয়ে বসেন বদলি ফিল্ডার শ্রীকর ভরতকে। এরপর কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনও তালুবন্দী। পরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ঠাকুর।
আইপিএল ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক রশিদ খানের। এই মৌসুমেরও প্রথম। এ নিয়ে আইপিএলের ১৬ আসরে মোট হ্যাটট্রিক হলো ২২টি।
শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখালেন রিংকু সিং। যশ দয়ালের শেষ পাঁচ বলে টানা পাঁচ ছয় মেরে সমীকরণটা মিলিয়ে দেন তিনি। আজ আহমেদাবাদে গুজরাট টাইটানসের ২০৫ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতেছে কলকাতা।
শেষ ওভারের প্রথম বলে ১ রান দিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর তাঁর অবিশ্বাস্য পাঁচ ছয়। ২১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৮ রান করে মাঠ ছাড়েন রিংকু। কলকাতা ৭ উইকেটে করে ২০৭ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিজয় শঙ্কর ও সাই সুদর্শনের ফিফটিতে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটানস।
রিংকুর দুর্দান্ত ব্যাটিংয়ে বৃথা গেছে রশিদ খানের হ্যাটট্রিক। অনেক চেষ্টা করেও আফগান স্পিনারের দুর্দান্ত গুগলিটা ঠেকিয়ে রাখতে পারেননি শার্দুল ঠাকুর। মিডল স্টাম্প বরাবর থাকা বলটা লাগল প্যাডে। আম্পায়ার আঙুল তুলতে কালক্ষেপণ করেননি। তাতেই হ্যাটট্রিক রশিদ খানের।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট গুজরাট টাইটানস অধিনায়কের। আন্দ্রে রাসেলকে দিয়ে শুরু। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মাত্র ১ রান করে রশিদের ঘূর্ণি জালে পড়ে ক্যাচ দিয়ে বসেন বদলি ফিল্ডার শ্রীকর ভরতকে। এরপর কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনও তালুবন্দী। পরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ঠাকুর।
আইপিএল ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক রশিদ খানের। এই মৌসুমেরও প্রথম। এ নিয়ে আইপিএলের ১৬ আসরে মোট হ্যাটট্রিক হলো ২২টি।
সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেটানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে চট্টগ্রাম পর্বে রাজশাহীর কাছে হার দিয়ে শুরু করে টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হলো তাদের। এলিমিনেটর ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের খেলিয়েও জয়ের দেখা পায়নি..
১ ঘণ্টা আগেএক দিনে দুই ম্যাচ খেললেন, নজরকাড়া পারফরম্যান্সও করেছেন অসাধারণ। ঠিক যেন রোবটের মতো করে দেখালেন সবকিছু! সকালে কলম্বোয় সেঞ্চুরি করে ফ্লাইটে আবার দুবাইয়ে গিয়ে সন্ধ্যায় আইএল টি-টোয়েন্টি খেলা বেশ কঠিনই হওয়ার কথা। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা সে কাজটি করেছেন বেশ অনায়াসে।
১ ঘণ্টা আগেলা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
২ ঘণ্টা আগে