Ajker Patrika

ভারতকে মার্শের হুমকি, অস্ট্রেলিয়াকে কাঁদাতে পারে বৃষ্টি

ভারতকে মার্শের হুমকি, অস্ট্রেলিয়াকে কাঁদাতে পারে বৃষ্টি

আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্নে বড় এক ধাক্কায় খেয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যেতে হলে সুপার এইটের গ্রুপ-১ এর শেষ ম্যাচে আগামীকাল রাতে ভারতের বিপক্ষে জিততেই হবে তাদের। আর পরশু সকালে বাংলাদেশের বিপক্ষে হার কামনা করতে হবে আফগানদের। 

এমন কঠিন সমীকরণের সামনে অজিরা কি পারবে সেন্ট লুসিয়ায় আহমেদাবাদের স্মৃতি ফেরাতে? সেটি করতে না পারলে যে বিদায়ের বিউগলই বাজতে পারে! গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উড়তে থাকা ভারতকে দুঃখের নীল রঙে রাঙিয়ে হলুদ উৎসব করেছিল অজিরা। প্যাট কামিন্স-মিচেল মার্শদের জন্য এখন সুপার এইটেই ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচটি জিতে কি সেই প্রতিশোধ নিতে চাইবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা? 

সেই শোধ তুলতে পারলে বরং লাভ ভারতেরই। অজিদের বিদায় মানে ১৩ বছর পর আইসিসির কোনো বিশ্বকাপ জয়ের পথে একটু হলেও পথের কাঁটা সরে যাবে তাদের। ওসব অবশ্য ভবিষ্যতের কথা। আগে অস্ট্রেলিয়া সেমিফাইনালে তো উঠুক। আফগানদের বিপক্ষে হারের পর এখন সব মনোযোগ সেদিকে মার্শের। গতকাল হারলেও অজি অধিনায়ক ভারতকে হুমকি দিয়েই রাখলেন, ‘আমাদের শুধু জিততে হবে এবং এটা করার জন্য এর চেয়ে ভালো দল আর নেই। আমরা দ্রুত ঘুরে দাঁড়াব।’ 

শেষ চারে যেতে সেই ভালোটাই ভারতের বিপক্ষে বের করতে হবে অজিদের। গত ওয়ানডে বিশ্বকাপের পরপরই দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেবার শিরোপা নিয়ে অর্ধেক ঘরে ফেরা অজি দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ক্ষতে মলম লাগিয়েছিল ভারত। কিন্তু এবার যে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। অজিদেরও বিদায়ের পথটা প্রশস্ত করতে সম্ভাব্য সবকিছুই করতে পারে ভারত। 

কিন্তু এই ম্যাচে হারলেও মার্শরা একেবারে বিদায় নেবেন না। তখন তারা সেন্ট ভিনসেন্টে তাকিয়ে থাকবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। তবে সব সমীকরণ উল্টে যেতে পারে আগামীকাল যদি সেন্ট লুসিয়ায় বৃষ্টি নামে। ভারত-অস্ট্রেলিয়ার ‘হাইভোল্টেজ’ ম্যাচটিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো আজ দুই দলের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেন্ট লুসিয়ার আবহাওয়ার পূর্বাভাস খুব বেশি উৎসাহজনক নয়। ম্যাচটি পরিত্যক্ত হলে লাভ ভারতের, ক্ষতি অস্ট্রেলিয়ার। 

ক্রিকইনফো আরও জানিয়েছে, সেন্ট লুসিয়ায় বৃষ্টির ভালো সম্ভাবনা আছে। যদিও আগামীকাল (সোমবার) সকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত