Ajker Patrika

সূর্যকুমারের মতো খেলোয়াড় একবারই আসে, বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ০৮
সূর্যকুমারের মতো খেলোয়াড় একবারই আসে, বললেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

রাজকোটে গতকাল ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ঝড় চালাচ্ছিলেন সূর্যকুমার যাদব। ভেঙেচুরে দিয়েছেন অনেক রেকর্ড। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে সূর্যকুমার যাদবকে ‘নতুন ইউনিভার্স বস’ উপাধি দিলেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক লেগস্পিনারের মতে, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসেন।

গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৯ ছক্কা ও ৭ চারে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্যকুমার। যা এই ভারতীয় ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে খেলেছেন ৪৫ বল। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০-এর কম বলে তিনটি সেঞ্চুরি করা ব্যাটার হলেন সূর্যকুমার। রোহিত শর্মার পর ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। যেখানে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি করেছেন রোহিত। 

সূর্যকুমারের ব্যাটিং দেখে নিজের ইউটিউব চ্যানেলে মুগ্ধতা ছড়ালেন কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই লেগস্পিনার বলেন, ‘নতুন ইউনিভার্স বস সূর্যকুমার যাদব। এখন আমি শুধু বলব, সূর্যকুমারের মতো খেলোয়াড়েরা একবারই আসে। ৫১ বলে ১১২ রানের যে ইনিংস সে আজ খেলল, এমন ইনিংস কেউ খেলতে পারবে না।’ 

কানেরিয়া আরও বলেন, ‘আপনি এবিডি, ক্রিস গেইল—এদের কথা বলতে পারেন কিন্তু সূর্যের কাছে এই দুজন কিছুই না। সে এরই মধ্যে তাদের ছাড়িয়ে গেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গেছে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ৪৬.৪১ গড় এবং ১৮০.৩৪ গড়ে ১৫৭৮ রান করেছেন। তিনটি সেঞ্চুরির পাশাপাশি ১৩ ফিফটি করেন ভারতীয় এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত