নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট ছিল প্রশংসিত। স্পোর্টিং উইকেটের প্রশংসা করেছেন কোচ-খেলোয়াড় সবাই। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, সেটা নিয়েও চলছে আলোচনা।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে উইকেটে খেলা হয়েছে, তেমনই হবে। তবুও বিসিবি প্রধানের বক্তব্যে একটা অস্পষ্টতা থেকেই যায়, বিপিএলে স্পোর্টিং উইকেটে খেলা হলেও এর কিছুদিন আগেই ভারত সিরিজে দেখা গেছে সেই মরা উইকেট।
আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ইংল্যান্ডের ক্ষেত্রে এটা (নিজেদের কন্ডিশন অনুযায়ী উইকেট) কাজে দেবে না। মনে রাখতে হবে, ওরা চ্যাম্পিয়ন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যেকোনো কন্ডিশনে খেলতে তাদের সেই খেলোয়াড়, প্রস্তুতি, শক্তি আছে তাদের। স্পিন উইকেট করলে তারা এতে শক্তিশালী, পেস সহায়ক করলে পেসেও শক্তিশালী। আমরা মনে হয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের উইকেটে খেলে আসছি, তেমনই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের সঙ্গে যে উইকেটে খেলেছি। খুব বেশি স্পিনসহায়ক করলে সুবিধা করতে পারব না। আবার পেস সহায়ক করেও পারা যাবে না। মাঝামাঝিতে যাওয়াই ভালো হবে।’
পাপন জানালেন, উইকেট হবে অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত অনুযায়ী। তিনি বলেছেন, ‘এ সিদ্ধান্ত নিতে কোচের চেয়ে অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি। দল দেওয়ার পর কোচের সঙ্গে কথা বলে উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত জানায় অধিনায়ক। আমার ধারণা, অস্বাভাবিক কোনো উইকেটে আমরা যাব না। যেমন উইকেটে আমরা খেলে এসেছি, এমনই হবে।’
বাংলাদেশ দলের জন্য সহকারী কোচ খোঁজ করার কথা জানিয়েছিল বিসিবি। আজ সভাপতি বললেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারাই আগ্রহী, তারা আবেদন করবেন। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনে বিদেশিরা আবেদন করে। এবার চাই দেশি আগ্রহীরা যেন আবেদন করে। অনেক কথাবার্তা বলে কিন্তু আবেদন করে না। এই পজিশনে হলে তো হলো, না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দিতে। যেন ভবিষ্যতে এখানে আসতে পারে।’
বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট ছিল প্রশংসিত। স্পোর্টিং উইকেটের প্রশংসা করেছেন কোচ-খেলোয়াড় সবাই। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, সেটা নিয়েও চলছে আলোচনা।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে উইকেটে খেলা হয়েছে, তেমনই হবে। তবুও বিসিবি প্রধানের বক্তব্যে একটা অস্পষ্টতা থেকেই যায়, বিপিএলে স্পোর্টিং উইকেটে খেলা হলেও এর কিছুদিন আগেই ভারত সিরিজে দেখা গেছে সেই মরা উইকেট।
আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ইংল্যান্ডের ক্ষেত্রে এটা (নিজেদের কন্ডিশন অনুযায়ী উইকেট) কাজে দেবে না। মনে রাখতে হবে, ওরা চ্যাম্পিয়ন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যেকোনো কন্ডিশনে খেলতে তাদের সেই খেলোয়াড়, প্রস্তুতি, শক্তি আছে তাদের। স্পিন উইকেট করলে তারা এতে শক্তিশালী, পেস সহায়ক করলে পেসেও শক্তিশালী। আমরা মনে হয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের উইকেটে খেলে আসছি, তেমনই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের সঙ্গে যে উইকেটে খেলেছি। খুব বেশি স্পিনসহায়ক করলে সুবিধা করতে পারব না। আবার পেস সহায়ক করেও পারা যাবে না। মাঝামাঝিতে যাওয়াই ভালো হবে।’
পাপন জানালেন, উইকেট হবে অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত অনুযায়ী। তিনি বলেছেন, ‘এ সিদ্ধান্ত নিতে কোচের চেয়ে অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি। দল দেওয়ার পর কোচের সঙ্গে কথা বলে উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত জানায় অধিনায়ক। আমার ধারণা, অস্বাভাবিক কোনো উইকেটে আমরা যাব না। যেমন উইকেটে আমরা খেলে এসেছি, এমনই হবে।’
বাংলাদেশ দলের জন্য সহকারী কোচ খোঁজ করার কথা জানিয়েছিল বিসিবি। আজ সভাপতি বললেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারাই আগ্রহী, তারা আবেদন করবেন। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনে বিদেশিরা আবেদন করে। এবার চাই দেশি আগ্রহীরা যেন আবেদন করে। অনেক কথাবার্তা বলে কিন্তু আবেদন করে না। এই পজিশনে হলে তো হলো, না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দিতে। যেন ভবিষ্যতে এখানে আসতে পারে।’
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৮ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে