ক্রীড়া ডেস্ক
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯১ রান করেও বাংলাদেশ হারিয়েছিল আরব আমিরাতকে। একই মাঠে গত রাতে বাংলাদেশ যখন ২০৫ রান তুলল, তখন জয়টা তো বাংলাদেশের এক রকম নিশ্চিত হওয়ারই কথা। কিন্তু মিরাকল বলেও যে একটা ব্যাপার আছে, আমিরাত ঠিক তা-ই করে দেখাল।
সময়ের সঙ্গে সঙ্গে শারজায় গত রাতে বাংলাদেশ-আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি রোমাঞ্চ ছড়িয়েছে। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৪ বলে আমিরাতের দরকার ছিল ৪ রান। শেষ ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে অসাধারণ এক স্লোয়ারে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ম্যাচের পাল্লা তখন আবার হেলে পড়ে বাংলাদেশের দিকে। ২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১ বল হাতে রেখে ২ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘যেকোনো হারই হজম করা কঠিন।’
প্রথম টি-টোয়েন্টির মতো গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আমিরাত আগে বোলিং নিয়েছে। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করেছে ২০৫ রান। তানজিদ হাসান তামিমের ফিফটি (৩৩ বলে ৫৯) ও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ইনিংসেই ২০০ পেরোয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আমিরাত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে। ২০০-এর বেশি রান তাড়া করে জিততে এমন উদ্বোধনী জুটি দারুণ অবদান রেখেছে।
লিটনের মতে, উইকেটটা দ্বিতীয় ইনিংসের সময় অনেক বেশি ব্যাটিংবান্ধব হয়ে পড়ে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। তাদের ব্যাটিংয়ের সময় উইকেটটা খুব ভালো ছিল। তারা শিশিরের সুবিধা পেয়েছে। এমন ছোট মাঠে খেলার সময় যখন শিশির প্রভাবক হিসেবে কাজ করবে, তখন বোলারদের হিসেব করে কাজ করতে হয়।’
বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় টি-টোয়েন্টি আগামীকাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টির ভেন্যুও শারজা।
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপ ছেড়েছেন অনেক আগে। সৌদি আরবের আল নাসরে এরই মধ্যে ২৮ মাস কাটিয়ে দিয়েছেন। একের পর এক গোল করছেন তিনি। এবার পর্তুগিজ ফরোয়ার্ডের সৌদি ছেড়ে ব্রাজিলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
৩১ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
১ ঘণ্টা আগে৬৭ বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। শুধু একবার নয়, ছয়বার তা অতিক্রম করে ইতিহাসের পাতায় নাম লেখান কিংবদন্তি এই সাঁতারু। তাঁর দেখানো পথ অনুসরণ করেন আব্দুল মালেক ও মোশাররফ হোসেনও। কিন্তু এরপর কেটে গেছে ৩৭ বছর।
১ ঘণ্টা আগেলিগ ওয়ান, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ব্যতিক্রম সিরি ‘আ’। উত্তেজনা ধরে রেখেই শেষ রাউন্ডে গড়িয়েছে ইতালির শীর্ষ ফুটবল লিগ। এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ টেবিলের শীর্ষে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি।
২ ঘণ্টা আগে