ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।
ছন্দে থাকা রিশাদ দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৬ উইকেট। এবারের পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। করাচি কিংসের বিপক্ষে গত রাতে ম্যাচ শেষেই তাঁর মাথায় উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ টুপি’। গত রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস পোস্ট করেছেন রিশাদের ছবি। ছবিতে পিএসএলে রিশাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে দারুণভাবে। নাফীস লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়...’।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে করাচির বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপির ‘দিনের সুপারপাওয়ার’ নামে পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৩০ হাজার টাকা। আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ সেই পুরস্কারের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশি লেগ স্পিনার ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
করাচির ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে এক প্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে। লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ে ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার। সেই চার বোলার হলেন শাদাব খান, জেসন হোল্ডার, শাহিন ও হাসান আলী।
পাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।
ছন্দে থাকা রিশাদ দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৬ উইকেট। এবারের পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। করাচি কিংসের বিপক্ষে গত রাতে ম্যাচ শেষেই তাঁর মাথায় উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ টুপি’। গত রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস পোস্ট করেছেন রিশাদের ছবি। ছবিতে পিএসএলে রিশাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে দারুণভাবে। নাফীস লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়...’।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে করাচির বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপির ‘দিনের সুপারপাওয়ার’ নামে পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৩০ হাজার টাকা। আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ সেই পুরস্কারের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশি লেগ স্পিনার ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
করাচির ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে এক প্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে। লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ে ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার। সেই চার বোলার হলেন শাদাব খান, জেসন হোল্ডার, শাহিন ও হাসান আলী।
১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১৯ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
২ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগে