ক্রীড়া ডেস্ক
পাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।
ছন্দে থাকা রিশাদ দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৬ উইকেট। এবারের পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। করাচি কিংসের বিপক্ষে গত রাতে ম্যাচ শেষেই তাঁর মাথায় উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ টুপি’। গত রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস পোস্ট করেছেন রিশাদের ছবি। ছবিতে পিএসএলে রিশাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে দারুণভাবে। নাফীস লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়...’।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে করাচির বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপির ‘দিনের সুপারপাওয়ার’ নামে পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৩০ হাজার টাকা। আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ সেই পুরস্কারের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশি লেগ স্পিনার ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
করাচির ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে এক প্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে। লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ে ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার। সেই চার বোলার হলেন শাদাব খান, জেসন হোল্ডার, শাহিন ও হাসান আলী।
পাকিস্তানে রিশাদ হোসেনের স্পিন ভেলকিতে কাঁপছেন ব্যাটাররা। লেগ স্পিনের জাদুতে মুড়ি-মুড়কির মতো উইকেট তুলে নিচ্ছেন রিশাদ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জয়ে অবদান রাখছেন তিনি।
ছন্দে থাকা রিশাদ দুই ম্যাচ খেলেই নিয়েছেন ৬ উইকেট। এবারের পিএসএলে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই লেগ স্পিনার। করাচি কিংসের বিপক্ষে গত রাতে ম্যাচ শেষেই তাঁর মাথায় উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি ‘ফজল মাহমুদ টুপি’। গত রাতেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস পোস্ট করেছেন রিশাদের ছবি। ছবিতে পিএসএলে রিশাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে দারুণভাবে। নাফীস লেখেন, ‘রিশাদের পাকিস্তান জয়...’।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গত রাতে করাচির বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপির ‘দিনের সুপারপাওয়ার’ নামে পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ লাখ ৩০ হাজার টাকা। আজ সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রিশাদ সেই পুরস্কারের ছবি পোস্ট করেছেন। বাংলাদেশি লেগ স্পিনার ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
করাচির ইনিংসের অষ্টম ওভারে এসে রিশাদ নিয়েছেন শান মাসুদ ও ইরফান খানের জোড়া উইকেট। নিজের তৃতীয় উইকেট রিশাদ নিয়েছেন দশম ওভারে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে। তাতে ২০২ রানের লক্ষ্যে নামা করাচির স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ৭ উইকেটে ৫০ রান। দলটি এরপর কোনো রকমে ১৩৬ রান করতে পেরেছে এক প্রান্ত আগলে খেলতে থাকা খুশদিল শাহর ইনিংসের (২৭ বলে ৩৯ রান) সুবাদে। লাহোর কালান্দার্সের ৬৫ রানের জয়ে ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘রিশাদ বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে। সে তাদের ভবিষ্যৎ তারকা। সে মাঝের ওভারে মিডল অর্ডার ভেঙে দেওয়ার কাজটা করে থাকে।’
দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ২০২৫ পিএসএলে আবরার আহমেদের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আবরার ৯.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। রিশাদের ইকোনমি ৭.১২। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ উইকেট পেয়েছেন চার বোলার। সেই চার বোলার হলেন শাদাব খান, জেসন হোল্ডার, শাহিন ও হাসান আলী।
চোখ কপালে ওঠার মতো তথ্য জানা গেছে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদদের নিয়ে। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় এক স্পোর্টিং লিগে অনলাইন জুয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্যাম্পেইন থেকে প্রায় ২ কোটি টাকার টিকিট উপহার পেয়েছেন দেশটির রাজনীতিবিদেরা।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৩ ঘণ্টা আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
৪ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
৪ ঘণ্টা আগে