ক্রীড়া ডেস্ক
নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর ২০২৪ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে চার মাস এবং তার আগের ৮ মাস—সব মিলিয়ে বছরটা বাংলাদেশ দলের কেটেছে ভালো-মন্দে মিশ্র। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও খেলার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফারুক। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবি ও বাংলাদেশের গত ৪ মাসের খেলার অবস্থা ব্যাখ্যা করেছেন তিনি।
ফারুক বললেন, তাঁর অধীনে বাংলাদেশ দলের অর্জন মিশ্র, ‘এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অর্জন মিশ্র বলব। পাকিস্তানে সিরিজ জিতেছি। ভারতে হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ ড্র হয়েছে টেস্ট সিরিজ। ঢাকায় আবার দুটো হোম সিরিজ হেরেছি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি। মোটামুটি মিশ্র।’
ফারুকের পরিকল্পনা ভালো উইকেটে খেলা দেওয়া। আইসিসির ইভেন্ট ও এশিয়ার বাইরে গেলেই ভালো উইকেটে খাবি খায় বাংলাদেশ। বিপিএলেও মিরপুরে প্রথম দুই দিন বেশ রান উঠেছে। উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার দারুণ সুযোগ ক্রিকেটারদের। সামনেও কয়েক সিরিজে ভালো উইকেটে দেওয়ার ইঙ্গিত দিলেন ফারুক, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো উইকেটে ওয়ানডে খেলেছিলাম। কিন্তু আমরা কিছুটা পিছিয়ে ছিলাম রান তোলায়। তাই আমার মনে হয়েছে আমাদের দুই-তিনটা সিরিজ ভালো উইকেটে খেলা দরকার। তাই আমরা ভালো উইকেটে খেলার চেষ্টা করছি।’
ভালো উইকেটের সুফল প্রসঙ্গে ফারুকের ব্যাখ্যা, ‘ভালো উইকেট একজন ভালো ব্যাটার পড়তে পারে। এই উইকেটে একজন ব্যাটার জানে কোথায় বল পড়লে কোন শট সে খেলবে। থামবে, না উঠবে, না নিচে নামবে। তখন কিন্তু সে ভয়ডরহীন শট খেলে। তবে সব সময় যে ব্যাটিং বান্ধব উইকেট বানাতে হবে ব্যাপারটা তা না। সেই অভ্যাসটা থাকতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন।’
ভালো ফল পেতে হলে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এত অল্প সময়ে জাদুকরী কিছু করা যাবে না বললেন ফারুক, ‘ফলাফল চাইলে কিছু প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। আমার ৪ মাস হয়েছে দায়িত্বের। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক করতে পারি তাহলে লজিক্যালি রেজাল্ট আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। ৪ মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’
সংবাদমাধ্যমে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা যাই খেলুক। আমি বোর্ড থেকে বলেছি, এটা নিয়ে কথা বলা যাবে না কারওই। আবার কেউ ভালো খেললেও কথা বলা যাবে না বেশি। কেউ খুব ভালো ক্রিকেট খেললে ফেসবুক স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের সবার মধ্যে সমন্বয় দরকার। মিডিয়ায় সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হলে আমাদের জন্য শুধরিয়ে কাজ করাটা সহজ হয়। সবাই ধৈর্য ধরবেন। ক্রুটি পেলে অবশ্যই সমালোচনা করবেন।’
অন্তর্বর্তীকালীন আর ৭ মাস বিসিবির দায়িত্বে থাকার কথা জানিয়েছেন ফারুক। এ সময়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ রাখতে চান তিনি, ‘আমার এ মেয়াদে সময় আছে ৭ মাস। আমার প্রত্যাশা যা আছে তাই করতে চাই। আমার বড় পরিকল্পনাগুলো আমি শুরু করতে চাই।’
নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর ২০২৪ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে চার মাস এবং তার আগের ৮ মাস—সব মিলিয়ে বছরটা বাংলাদেশ দলের কেটেছে ভালো-মন্দে মিশ্র। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও খেলার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফারুক। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবি ও বাংলাদেশের গত ৪ মাসের খেলার অবস্থা ব্যাখ্যা করেছেন তিনি।
ফারুক বললেন, তাঁর অধীনে বাংলাদেশ দলের অর্জন মিশ্র, ‘এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অর্জন মিশ্র বলব। পাকিস্তানে সিরিজ জিতেছি। ভারতে হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ ড্র হয়েছে টেস্ট সিরিজ। ঢাকায় আবার দুটো হোম সিরিজ হেরেছি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি। মোটামুটি মিশ্র।’
ফারুকের পরিকল্পনা ভালো উইকেটে খেলা দেওয়া। আইসিসির ইভেন্ট ও এশিয়ার বাইরে গেলেই ভালো উইকেটে খাবি খায় বাংলাদেশ। বিপিএলেও মিরপুরে প্রথম দুই দিন বেশ রান উঠেছে। উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার দারুণ সুযোগ ক্রিকেটারদের। সামনেও কয়েক সিরিজে ভালো উইকেটে দেওয়ার ইঙ্গিত দিলেন ফারুক, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো উইকেটে ওয়ানডে খেলেছিলাম। কিন্তু আমরা কিছুটা পিছিয়ে ছিলাম রান তোলায়। তাই আমার মনে হয়েছে আমাদের দুই-তিনটা সিরিজ ভালো উইকেটে খেলা দরকার। তাই আমরা ভালো উইকেটে খেলার চেষ্টা করছি।’
ভালো উইকেটের সুফল প্রসঙ্গে ফারুকের ব্যাখ্যা, ‘ভালো উইকেট একজন ভালো ব্যাটার পড়তে পারে। এই উইকেটে একজন ব্যাটার জানে কোথায় বল পড়লে কোন শট সে খেলবে। থামবে, না উঠবে, না নিচে নামবে। তখন কিন্তু সে ভয়ডরহীন শট খেলে। তবে সব সময় যে ব্যাটিং বান্ধব উইকেট বানাতে হবে ব্যাপারটা তা না। সেই অভ্যাসটা থাকতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন।’
ভালো ফল পেতে হলে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এত অল্প সময়ে জাদুকরী কিছু করা যাবে না বললেন ফারুক, ‘ফলাফল চাইলে কিছু প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। আমার ৪ মাস হয়েছে দায়িত্বের। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক করতে পারি তাহলে লজিক্যালি রেজাল্ট আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। ৪ মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’
সংবাদমাধ্যমে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা যাই খেলুক। আমি বোর্ড থেকে বলেছি, এটা নিয়ে কথা বলা যাবে না কারওই। আবার কেউ ভালো খেললেও কথা বলা যাবে না বেশি। কেউ খুব ভালো ক্রিকেট খেললে ফেসবুক স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের সবার মধ্যে সমন্বয় দরকার। মিডিয়ায় সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হলে আমাদের জন্য শুধরিয়ে কাজ করাটা সহজ হয়। সবাই ধৈর্য ধরবেন। ক্রুটি পেলে অবশ্যই সমালোচনা করবেন।’
অন্তর্বর্তীকালীন আর ৭ মাস বিসিবির দায়িত্বে থাকার কথা জানিয়েছেন ফারুক। এ সময়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ রাখতে চান তিনি, ‘আমার এ মেয়াদে সময় আছে ৭ মাস। আমার প্রত্যাশা যা আছে তাই করতে চাই। আমার বড় পরিকল্পনাগুলো আমি শুরু করতে চাই।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে