Ajker Patrika

বিপিএল দিয়েই বিশ্বকাপে চোখ শরীফুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএল দিয়েই বিশ্বকাপে চোখ শরীফুলের

২২ গজে দারুণ সময় কাটছে শরীফুল ইসলামের। গত বছরের শেষ দিকে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তোপ দাগলেন টেস্ট সিরিজে। পরে ফিরতি সিরিজে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।

শরীফুলের সুযোগ নতুন বছরে শুরুটাও রাঙানোর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ক্রিকেটীয় বছর শুরু করবেন এই বাঁহাতি পেসার। মিরপুর একাডেমি মাঠে বিপিএলের প্রস্তুতিও সারছেন দুর্দান্ত ঢাকার এ ক্রিকেটার। তবে এবারের বিপিএলে দুটি বিষয় গুরুত্ব পাচ্ছে শরীফুলের কাছে।

এই বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের একটা প্রস্তুতি বিপিএলে নিতে চান শরীফুল। আরেকটা ব্যাপার হলো চোটমুক্ত থেকে বিপিএল শেষ করতে চান। সিনিয়র দুই সতীর্থ ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের বারবার চোটে পড়ার ভোগান্তি কাছ থেকে দেখছেন তিনি। ৬-৭ মাস আগে চোটে পড়ে শরীফুল নিজেও ছিলেন বেশ কিছু দিন খেলার বাইরে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকার অনুশীলনের পর শরীফুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘(বিপিএল) অবশ্যই অনেক সাহায্য করবে কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আমাদের এখানে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। সবাই চাইবে নিজেদের সেরাটা দেওয়ার, নতুন কিছু করার। বিশ্বকাপেও সেটা কাজে লাগবে।’

বিপিএলেও নিজের ছন্দ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী শরীফুল, ‘আলহামদুলিল্লাহ গত বছর ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। ইনশা আল্লাহ বিপিএল আছে, নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটাই যেন ধরে রাখতে পারি বেশি কিছু না করার।’

আগামী শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে শরীফুলদের দুর্দান্ত ঢাকা। প্রায় দেড় মাস চলবে এই টুর্নামেন্ট। এরপরই আবার নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ রয়েছে বাংলাদেশ দলের। ফলে বিপিএলে নিজের ফর্ম ধরে রাখার পাশাপাশি ফিট থাকাও গুরুত্বপূর্ণ শরীফুলের কাছে, ‘চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায় আরকি। অনেক খেলা আছে দেশের হয়ে। এটাই আমার মূল লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত