Ajker Patrika

সাকিবের পছন্দের একাদশে তিন ভারতীয়, দুই পাকিস্তানি 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮: ৩২
সাকিবের পছন্দের একাদশে তিন ভারতীয়, দুই পাকিস্তানি 

ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডই নিজের নামে লিখেছেন সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েছেন বলে উপাধি পেয়েছেন ‘রেকর্ড আল হাসান।’ বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার বেছে নিলেন সর্বকালের সেরা ওয়ানডে একাদশ। 

ভারতীয় এক ক্রীড়া গণমাধ্যমে নিজের পছন্দের ওয়ানডে একাদশের কথা জানিয়েছেন সাকিব। নিজের একাদশে নিজেকে তো রেখেছেনই বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তিনিই একমাত্র বাংলাদেশি। সাকিবের একাদশে সর্বোচ্চ তিন খেলোয়াড় ভারতের। দুইজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার আছেন এক জন করে ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটারের সংখ্যা বেশি থাকলেও সাকিবের একাদশে জায়গা পাননি বর্তমানে ওয়ানডের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা। তাঁর (সাকিব) সর্বকালের ওয়ানডে একাদশের উদ্বোধনী জুটিতে থাকছেন শচীন টেন্ডুলকার ও সাঈদ আনোয়ার। ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির কীর্তি শচীনের। তিনে ব্যাটিং করবেন ক্রিকেটের ‘ইউনিভার্সাল বস’ তকমা পাওয়া ক্রিস গেইল। বর্তমানে ওয়ানডের সর্বোচ্চ ৫০ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি চার নম্বরে ব্যাটিং করবেন সাকিবের একাদশে।   
 
সাকিবের সর্বকালের ওয়ানডে একাদশের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একই সঙ্গে তাঁর (সাকিব) পছন্দের একাদশে উইকেটরক্ষকের গ্লাভসও থাকবে ধোনির হাতে। ভারতের তিনটি আইসিসি শিরোপাজয়ী অধিনায়ক এখানে ছয় নম্বরে ব্যাটিং করবেন। সাকিব নিজেকে রেখেছেন সাত নম্বরে। ওয়ানডেতে ২৪৭ ম্যাচে ৩৭.২৯ গড়ে করেছেন ৭৫৭০ রান। পেয়েছেন ৩১৭ উইকেট। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ব্যাটিং অর্ডারে পাঁচে রেখেছেন সাকিব। 

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি দুই স্পিনার মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্ন আছেন সাকিবের পছন্দের একাদশে। পেস আক্রমণে থাকছেন ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা। ৫৩৪ ও ৫০২ উইকেট নিয়ে ওয়ানডের সর্বোচ্চ দুই উইকেটশিকারী এখনো মুরালিধরন ও আকরাম। ম্যাকগ্রা ও ওয়ার্ন ওয়ানডেতে নিয়েছেন ৩৮১ ও ২৯৩ উইকেট। যেখানে ওয়ার্ন দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন। সাকিবের একাদশের বাকি তিন বোলারও অবসর নিয়েছেন অনেক আগে। 

রাওয়ালপিন্ডিতে পরশু সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। যা ক্রিকেটের রাজকীয় সংস্করণে ১৪ বারের দেখায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন সাকিব। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ঝুলিতে ৭০৭ উইকেট। এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ৭০৫ ও ৫৬৮ উইকেট নিয়েছেন ড্যানিয়েল ভেট্টরি ও রবীন্দ্র জাদেজা।  

সাকিব আল হাসানের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ

  • শচীন টেন্ডুলকার
  • সাঈদ আনোয়ার
  • ক্রিস গেইল
  • বিরাট কোহলি
  • জ্যাক ক্যালিস
  • মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক)
  • সাকিব আল হাসান
  • মুত্তিয়া মুরালিধরন
  • শেন ওয়ার্ন
  • ওয়াসিম আকরাম
  • গ্লেন ম্যাকগ্রা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত