মাউন্ট মঙ্গানুই আর ঢাকার মাঝে দূরত্বটা হয়তো হাজার মাইলেরও বেশি। সেই দূরত্বই কি বদলে দিল বাংলাদেশ দলকে? নিজেদের সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে আড়াই দিনের ব্যবধানে হেরে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। সেই একই দলটা কিউইদের বিপক্ষে কেমন দাপুটে তিনটা দিনই না পার করল।
তবে তৃতীয় দিনের পাওয়ার সঙ্গে যোগ হয়েছে কিছু আক্ষেপও। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রান ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ। ৬ উইকেটে সংগ্রহ ৪০১ রান। লিডও হয়েছে ৭৩ রান। উপমহাদেশের বাইরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে এবারই প্রথম লিড নেওয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এসব যদি পাওয়া হয়, মুমিনুল হক আর লিটন দাসের সেঞ্চুরি হাতছাড়া কিছুটা হতাশা বাড়াবে বৈকি।
এই দুজনের সঙ্গে চাইলে মাহমুদুল হাসান জয়ের নামটাও যোগ করা যায়। আগের দিনের ৭০ রানের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে আউট হয়ে যান। দ্বিতীয় দিন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা জয়কে আজ শুরু থেকেই বেশ তাড়াহুড়ো করছিলেন। পা চলছিল না ঠিকঠাক। শরীর থেকে দূরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করে গেছেন। নড়বড়ে ভাবটার খেসারতও দেন দিনের চতুর্থ ওভারে। আউট হওয়ার আগের বলেও নিল ওয়াগনারের বলের লাইনে না গিয়ে শরীর থেকে দূরে রেখে ব্যাট চালিয়েছেন, বল বেশ কিছুক্ষণ বাতাসে ছিল।
কিন্তু পরের বলে আর ভাগ্যকে আর পাশে পেলেন না জয়। শর্ট লেংথের বলে অলস শটে গালিতে ধরা পড়েন হেনরি নিকোলসের হাতে। তাঁকে হারানোর পরই মুশফিক-মুমিনুলের জুটি ২০০ রান পার করায় বাংলাদেশকে। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মুশফিক (১২) আউট হয়ে গেলে লিডের স্বপ্ন কিছুটা ফিকে হয় বাংলাদেশের।
সেটা হতে দেননি মুমিনুল-লিটন। বছরটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন লিটন। ব্যাটিংয়ে রানের ফল্গুধারা অব্যাহত রেখেছেন নিউজিল্যান্ডের মাটিতেও। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নবম ফিফটির পর প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এক টেস্ট পরই সংখ্যাটা দুইয়ে নিয়ে যেতে পারতেন লিটন। সেটা না হওয়ার দায়টা নিশ্চয়ই নিজের কাঁধে তুলে নেবেন তিনি।
মুগ্ধতা ছড়ানো লিটনের ৮৬ রানের ইনিংসটায় খুঁত থাকলে আউট হওয়া বলটা। দিনের শেষভাগে বোল্টের অফ স্টাম্পের বাইরে নিরীহ বলটা জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় পুড়েছেন। লিটনের আগে আক্ষেপ বাড়িয়ে যান মুমিনুল হকও। ২৪৪ বলে তাঁর ৮৮ রানের ইনিংসটার সমাপ্তিও হয়েছে বোল্টের হাতে।
তবে মুমিনুল ফিরে যেতে পারতেন ব্যক্তিগত ৯ রানেই। ওয়াগনারের বলে আউট হওয়ার পর তৃতীয় আম্পায়ারের রিভিউতে নো বল ধরা পড়ায় বেঁচে যান। জীবন পাওয়াটাকে সেঞ্চুরি রূপ দিতে ব্যর্থ হয়েছেন বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে। দিনের বাকি অংশটা নিরাপদে কাটিয়ে দিয়েছেন ইয়াসির রাব্বি আর মেহেদি হাসান মিরাজ। মিরাজ অপরাজিত আছেন ২০ রানে, রাব্বি ১১ রানে।
মাউন্ট মঙ্গানুই আর ঢাকার মাঝে দূরত্বটা হয়তো হাজার মাইলেরও বেশি। সেই দূরত্বই কি বদলে দিল বাংলাদেশ দলকে? নিজেদের সর্বশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে আড়াই দিনের ব্যবধানে হেরে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। সেই একই দলটা কিউইদের বিপক্ষে কেমন দাপুটে তিনটা দিনই না পার করল।
তবে তৃতীয় দিনের পাওয়ার সঙ্গে যোগ হয়েছে কিছু আক্ষেপও। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রান ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ। ৬ উইকেটে সংগ্রহ ৪০১ রান। লিডও হয়েছে ৭৩ রান। উপমহাদেশের বাইরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে এবারই প্রথম লিড নেওয়ার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। এসব যদি পাওয়া হয়, মুমিনুল হক আর লিটন দাসের সেঞ্চুরি হাতছাড়া কিছুটা হতাশা বাড়াবে বৈকি।
এই দুজনের সঙ্গে চাইলে মাহমুদুল হাসান জয়ের নামটাও যোগ করা যায়। আগের দিনের ৭০ রানের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে আউট হয়ে যান। দ্বিতীয় দিন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে থাকা জয়কে আজ শুরু থেকেই বেশ তাড়াহুড়ো করছিলেন। পা চলছিল না ঠিকঠাক। শরীর থেকে দূরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করে গেছেন। নড়বড়ে ভাবটার খেসারতও দেন দিনের চতুর্থ ওভারে। আউট হওয়ার আগের বলেও নিল ওয়াগনারের বলের লাইনে না গিয়ে শরীর থেকে দূরে রেখে ব্যাট চালিয়েছেন, বল বেশ কিছুক্ষণ বাতাসে ছিল।
কিন্তু পরের বলে আর ভাগ্যকে আর পাশে পেলেন না জয়। শর্ট লেংথের বলে অলস শটে গালিতে ধরা পড়েন হেনরি নিকোলসের হাতে। তাঁকে হারানোর পরই মুশফিক-মুমিনুলের জুটি ২০০ রান পার করায় বাংলাদেশকে। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মুশফিক (১২) আউট হয়ে গেলে লিডের স্বপ্ন কিছুটা ফিকে হয় বাংলাদেশের।
সেটা হতে দেননি মুমিনুল-লিটন। বছরটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন লিটন। ব্যাটিংয়ে রানের ফল্গুধারা অব্যাহত রেখেছেন নিউজিল্যান্ডের মাটিতেও। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নবম ফিফটির পর প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এক টেস্ট পরই সংখ্যাটা দুইয়ে নিয়ে যেতে পারতেন লিটন। সেটা না হওয়ার দায়টা নিশ্চয়ই নিজের কাঁধে তুলে নেবেন তিনি।
মুগ্ধতা ছড়ানো লিটনের ৮৬ রানের ইনিংসটায় খুঁত থাকলে আউট হওয়া বলটা। দিনের শেষভাগে বোল্টের অফ স্টাম্পের বাইরে নিরীহ বলটা জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি হাতছাড়ার হতাশায় পুড়েছেন। লিটনের আগে আক্ষেপ বাড়িয়ে যান মুমিনুল হকও। ২৪৪ বলে তাঁর ৮৮ রানের ইনিংসটার সমাপ্তিও হয়েছে বোল্টের হাতে।
তবে মুমিনুল ফিরে যেতে পারতেন ব্যক্তিগত ৯ রানেই। ওয়াগনারের বলে আউট হওয়ার পর তৃতীয় আম্পায়ারের রিভিউতে নো বল ধরা পড়ায় বেঁচে যান। জীবন পাওয়াটাকে সেঞ্চুরি রূপ দিতে ব্যর্থ হয়েছেন বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে। দিনের বাকি অংশটা নিরাপদে কাটিয়ে দিয়েছেন ইয়াসির রাব্বি আর মেহেদি হাসান মিরাজ। মিরাজ অপরাজিত আছেন ২০ রানে, রাব্বি ১১ রানে।
বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
২২ মিনিট আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
১ ঘণ্টা আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
২ ঘণ্টা আগে