Ajker Patrika

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

সহিংসতার জেরে ৮ ক্রিকেটারকে নিষেধাজ্ঞা ও জরিমানা

অনলাইন ডেস্ক
সহিংসতার জেরে ৮ ক্রিকেটারকে নিষেধাজ্ঞা ও জরিমানা

মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।

গত ১৮ নভেম্বর ২০২৪-২৫ মৌসুমের তৃতীয় বিভাগে পিকেএসপি গ্রাউন্ড ১-এ তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যে সুপার লিগ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়, যা মাঠের মাঝখানে সহিংস সংঘর্ষে রূপ নেয়। ঘটনাটি দর্শক, আম্পায়ার এবং মাঠকর্মীদের হতবাক করে।

ঘটনার ভিডিও ফুটেজ ও মাঠে উপস্থিত ব্যক্তিদের বিবৃতি পর্যালোচনা করে সিসিডিএমের কারিগরি কমিটি তেজগাঁও ক্রিকেট একাডেমির পাঁচ খেলোয়াড়—ইয়াসিন আরাফাত, মো. রিফাত আল এমন (আনিক), তাসিন আহমেদ রনবী, মো. রাব্বি হাসান, মো. পারভেজ আহমেদ জয়, দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের তিন খেলোয়াড়—মো. রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মো. হৃদয়কে অভিযুক্ত করে।

বিসিবি আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, মাঠের খেলায় কোনো ধরনের সহিংস আচরণ লেভেল ৪ অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। তবে সিসিডিএম শাস্তির মাত্রা নির্ধারণে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে।

অভিযুক্তদের বিসিবির সব প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিসিবি ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এ ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। এটি সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য একটি শক্ত বার্তা যে, মাঠে বা মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গ কখনোই গ্রহণযোগ্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত