Ajker Patrika

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২: ৫৪
যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ইনিংসের ৪৪ তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়েই দুই হাত প্রসারিত করে দাঁড়ালেন আরিফুল ইসলাম। তবে মুখ দেখে বোঝার উপায় নেই, আর্য গার্গের ওভারটিতে ৯৯ বলে তিন অঙ্কের রান ছুঁয়েছেন। ইনিংসটা অবশ্য এরপর লম্বা করা হয়নি। গার্গের পরের ওভারের প্রথম বলে বোল্ড আরিফুল। সাজঘরে ফেরার সময় তাঁর নামের পাশে লেখা ১০৩ বলে ৯ চারে ১০৩ রান। স্ট্রাইকরেট ১০০.০০। 

আরিফুলের দুর্দান্ত ইনিংসটিই বড় স্কোর এনে দেয় দলকে। ৭ উইকেটে করে ২৯১ রান। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটিই বাংলাদেশ সর্বোচ্চ। বড় স্কোর পেয়ে মাহফুজুর রহমান রাব্বিরাও হেসেখেলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ১২১ রানের জয়ে বুঝিয়ে দিল পার্থক্যটা। ‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে সুপার সিক্সও। 

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ক্ষতটা বাংলাদেশ যুবারা ভুলেছিল আয়ারল্যান্ডকে হারিয়ে। সুপার সিক্সের কঠিন সমীকরণের সামনে না পড়তে রাব্বিদের দরকার ছিল যুক্তরাষ্ট্রকে হারানো, সেটিই দাপটের সঙ্গে করেছে টুর্নামেন্টের ২০২০ চ্যাম্পিয়নরা। আর সেই অভিযানে ব্যাটিংয়ে নেতৃত্ব দিলেন আরিফুল, বোলিংয়ে অধিনায়ক রাব্বি। অবশ্য ম্যাচসেরা রাব্বি বোলিংয়েও এসে নিয়েছেন ১ উইকেট। রাব্বির শিকার ৪টি। লক্ষ্য তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রের লেজটা কেটে দেন তিনিই। 

নিয়মিত বিরতিতে উইকেট হারানো যুক্তরাষ্ট্রের হয়ে যা একটু লড়াই করেছেন ওপেনার প্রনব চেত্তিপালায়াম। ব্লুমফন্টেইনে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল। তবে দলীয় ২৯ রানে ভাঙে আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকির ওপেনিং জুটি। বাংলাদেশ ৩ উইকেট হারায় ৯৪ রানে। সেখান থেকে চতুর্থ উইকেটে আরিফুল ও আহরার আমিনের ১১৫ বলে ১২২ রানের জুটি দুই শ পেরোনো স্কোর বাংলাদেশের। আরিফুল সেঞ্চুরি পেলেও ৬ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন আহরার। শেষ উইকেট হিসেবে ফেরা মোহাম্মদ শিহাব জেমস উপহার দেন ১৭ বলে ৩১ রানের ক্যামিও। 

হারলেও এই ম্যাচে একটি রেকর্ড গড়েছেন পার্থ প্যাটেল। যুক্তরাষ্ট্রের পক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। আর গার্গ ১০ ওভারে ৬৮ দিয়ে গড়েছেন লজ্জার রেকর্ড। ৩ উইকেট নিলেও যুক্তরাষ্ট্রের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি রান যে তিনিই দিয়ে দিলেন। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭ / ৭ (আরিফুল ১০৭, আহরার ৪৪, রিজওয়ান ৩৫; গার্গ ৩/৬৮, নাদকারনি ২/৬১, প্যাটেল ১/৪০) 
যুক্তরাষ্ট্র: ৪৭.১ ওভারে ১৭০ (চেত্তিপালায়াম ৫৭, শ্রীবাস্তব ৩৭, সিদ্ধার্থ ১৮; রাব্বি ৪/৩১, ইমন ১/১০, আরিফুল ১/১৫)। 
ফল: বাংলাদেশ ১২১ রানে জয়ী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত