Ajker Patrika

শ্রীরাম প্রধান কোচ নন, টেকনিক্যাল পরামর্শক, জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৫: ০৭
শ্রীরাম প্রধান কোচ নন, টেকনিক্যাল পরামর্শক, জানালেন পাপন

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে ভারতীয় বংশদ্ভূত শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শ হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা বলেন। 

গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বৈঠকের এমন সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে তখন কোচের নাম প্রকাশ করেনি তারা। আজ গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের পাপন বলেছেন, ‘শ্রীরাম আমাদের (বাংলাদেশে) এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে একজন টেকনিক্যাল কলসালটেন্ট হিসেবে।’ 

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে শ্রীরামের। আসন্ন বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হতে যাওয়ায় তাঁকে ঘিরেই পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। পাপন বলেছেন, ‘এখানে মাথায় রাখতে হবে, সে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। কতগুলো জিনিস বিবেচনায় নিয়ে তাকে আনা হচ্ছে। একটা হচ্ছে, আইপিএলের সঙ্গে তার একটা সম্পৃক্ততা আছে। আমার এমন কাউকে চাইছিলাম, যারা উচ্চপর্যায়ের টি-টোয়েন্টির সঙ্গে অভিজ্ঞ। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এ দুটি কারণে তাঁকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত