রানা আব্বাস, সিলেট থেকে
ব্লেসিং মুজারাবানির ওই ওভারের পরই শুরু হতো চা-বিরতি। মুজারাবানির চতুর্থ বলে মুশফিকুর রহিম করলেন কী, ব্যাক অব লেংথ থেকে উঠে আসা অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ক্রেইগ আরভিনের সহজ ক্যাচ। প্রথম ইনিংসে করেছিলেন মোটে ৪ রান, কালও ফিরলেন সেই ৪ রানে। সিলেট টেস্টে চা-বিরতির আগমুহূর্তে চারের চক্রে আটকে পড়া মুশফিকের দিকে আবারও ছুটে যাচ্ছে সমালোচনার তির।
সিলেট টেস্টে দুই ইনিংসের কোনোটিতেই ডাবল ডিজিট স্পর্শ না করতে পারায় মুশফিককে দায় দিতে রাজি নন মুমিনুল হক। বরং নিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারায় নিজেকে কাঠগড়ায় তুলছেন মুমিনুল, ‘সেট হয়ে আউট হলে দায় নিতে হবে। সেট হয়ে আউট হলে তার দায় বেশি। ১০ রানের নিচে আউট হলে তার আর কিছু করার থাকে না।’
ওয়ানডেতে টানা রানখরায় ভুগতে থাকা মুশফিক চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর যখন তুমুল সমালোচিত হচ্ছিলেন, সমালোচনার যন্ত্রণা সহ্য না করতে পেরে দেশে ফিরেই তিনি বিদায় জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেট থেকে। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। মুশফিক এখন খেলছেন শুধু টেস্ট। তাঁর স্বপ্ন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলবেন। ৯৫ টেস্ট খেলা মুশফিকের এ বছরই সুযোগ আছে স্বপ্নটা পূরণ করার। কিন্তু শুধু স্বপ্নপূরণ করতেই নয়, তিনি নিশ্চয়ই চাইবেন ধারাবাহিক ভালো খেলে দলে টিকে থাকতে।
গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের দুর্দান্ত ইনিংসটা খেলার পর মুশির ব্যাটে মরচে পড়েছে! সর্বশেষ ১২ ইনিংসে নেই একটিও ফিফটি। টেস্টেও মুশফিকের ভবিষ্যৎ নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন। গত পরশু সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন প্রসঙ্গটা কোনোভাবে এড়িয়ে গেছেন। কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুলকেও দিতে হলো মুশফিককে নিয়ে উত্তর।
অস্বস্তিকর প্রশ্নে মুমিনুল তাঁর সিনিয়র সতীর্থের পাশেই থাকছেন, ‘তাঁকে (মুশফিক) নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন, তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়।’ বাংলাদেশ টেস্ট দলে মুশফিকের অবদানের কথাও মনে করিয়ে দিলেন মুমিনুল, ‘সবার ভুলে যাওয়া উচিত না, বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন, ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন। টেস্টে যা যা তাঁর অর্জন, তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়।’
এখন সময়টা খারাপ গেলেও মুশফিকই বাংলাদেশের একমাত্র ব্যাটার, টেস্টে যাঁর তিনটি ডাবল সেঞ্চুরি আছে। মুশফিক অসাধারণ খেলেছেন আর বাংলাদেশে টেস্টে হেরেছে, এ রকম উদাহরণ কমই আছে। মুমিনুল সে কারণেই বলছেন, মুশি খেললে ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন। কিন্তু সেই দ্যুতিময় ইনিংস কম দেখা যাচ্ছে বলেই তো এত প্রশ্ন।
মুমিনুলের আশা, যেহেতু এখন মুশফিক মাত্র একটি সংস্করণে খেলছেন, ৩৭ বছর বয়সী ব্যাটারের সুযোগ আছে আরও ভালো করার, ‘দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক ফরম্যাটে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন, তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’
ক্যারিয়ারের এ পর্যায়ে নিজেকে আর প্রমাণের কিছু নেই তাঁর। তবে মুশফিকের মতো লড়াকু, পরিশ্রমী খেলোয়াড়েরা নিশ্চয়ই পেছনের রেকর্ড-পরিসংখ্যানকে পুঁজি করে চলতে পছন্দ করেন না। ক্যারিয়ারের শেষ বেলায় এসে মুশফিকের চ্যালেঞ্জ হচ্ছে, মানসিকভাবে শক্ত থেকে মাথা উঁচু করে তুলির শেষ আঁচড়টা দেওয়া।
ব্লেসিং মুজারাবানির ওই ওভারের পরই শুরু হতো চা-বিরতি। মুজারাবানির চতুর্থ বলে মুশফিকুর রহিম করলেন কী, ব্যাক অব লেংথ থেকে উঠে আসা অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ক্রেইগ আরভিনের সহজ ক্যাচ। প্রথম ইনিংসে করেছিলেন মোটে ৪ রান, কালও ফিরলেন সেই ৪ রানে। সিলেট টেস্টে চা-বিরতির আগমুহূর্তে চারের চক্রে আটকে পড়া মুশফিকের দিকে আবারও ছুটে যাচ্ছে সমালোচনার তির।
সিলেট টেস্টে দুই ইনিংসের কোনোটিতেই ডাবল ডিজিট স্পর্শ না করতে পারায় মুশফিককে দায় দিতে রাজি নন মুমিনুল হক। বরং নিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারায় নিজেকে কাঠগড়ায় তুলছেন মুমিনুল, ‘সেট হয়ে আউট হলে দায় নিতে হবে। সেট হয়ে আউট হলে তার দায় বেশি। ১০ রানের নিচে আউট হলে তার আর কিছু করার থাকে না।’
ওয়ানডেতে টানা রানখরায় ভুগতে থাকা মুশফিক চ্যাম্পিয়নস ট্রফির দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর যখন তুমুল সমালোচিত হচ্ছিলেন, সমালোচনার যন্ত্রণা সহ্য না করতে পেরে দেশে ফিরেই তিনি বিদায় জানিয়ে দেন ওয়ানডে ক্রিকেট থেকে। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। মুশফিক এখন খেলছেন শুধু টেস্ট। তাঁর স্বপ্ন প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলবেন। ৯৫ টেস্ট খেলা মুশফিকের এ বছরই সুযোগ আছে স্বপ্নটা পূরণ করার। কিন্তু শুধু স্বপ্নপূরণ করতেই নয়, তিনি নিশ্চয়ই চাইবেন ধারাবাহিক ভালো খেলে দলে টিকে থাকতে।
গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের দুর্দান্ত ইনিংসটা খেলার পর মুশির ব্যাটে মরচে পড়েছে! সর্বশেষ ১২ ইনিংসে নেই একটিও ফিফটি। টেস্টেও মুশফিকের ভবিষ্যৎ নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন। গত পরশু সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দীন প্রসঙ্গটা কোনোভাবে এড়িয়ে গেছেন। কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুলকেও দিতে হলো মুশফিককে নিয়ে উত্তর।
অস্বস্তিকর প্রশ্নে মুমিনুল তাঁর সিনিয়র সতীর্থের পাশেই থাকছেন, ‘তাঁকে (মুশফিক) নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন, তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়।’ বাংলাদেশ টেস্ট দলে মুশফিকের অবদানের কথাও মনে করিয়ে দিলেন মুমিনুল, ‘সবার ভুলে যাওয়া উচিত না, বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন, ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন। টেস্টে যা যা তাঁর অর্জন, তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়।’
এখন সময়টা খারাপ গেলেও মুশফিকই বাংলাদেশের একমাত্র ব্যাটার, টেস্টে যাঁর তিনটি ডাবল সেঞ্চুরি আছে। মুশফিক অসাধারণ খেলেছেন আর বাংলাদেশে টেস্টে হেরেছে, এ রকম উদাহরণ কমই আছে। মুমিনুল সে কারণেই বলছেন, মুশি খেললে ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন। কিন্তু সেই দ্যুতিময় ইনিংস কম দেখা যাচ্ছে বলেই তো এত প্রশ্ন।
মুমিনুলের আশা, যেহেতু এখন মুশফিক মাত্র একটি সংস্করণে খেলছেন, ৩৭ বছর বয়সী ব্যাটারের সুযোগ আছে আরও ভালো করার, ‘দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক ফরম্যাটে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন, তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’
ক্যারিয়ারের এ পর্যায়ে নিজেকে আর প্রমাণের কিছু নেই তাঁর। তবে মুশফিকের মতো লড়াকু, পরিশ্রমী খেলোয়াড়েরা নিশ্চয়ই পেছনের রেকর্ড-পরিসংখ্যানকে পুঁজি করে চলতে পছন্দ করেন না। ক্যারিয়ারের শেষ বেলায় এসে মুশফিকের চ্যালেঞ্জ হচ্ছে, মানসিকভাবে শক্ত থেকে মাথা উঁচু করে তুলির শেষ আঁচড়টা দেওয়া।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম তিন দিন কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল বাংলাদেশ। তবে সিলেটে আজ চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটারদের কী হয়েছে, সেটা তাঁরাই ভালো জানেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। যা একটু লড়াই করেছেন জাকের আলী অনিক।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী ইকরাম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে এক ঘণ্টা পর। জিম্বাবুয়ের আক্রমণাত্মক বোলিংয়ে মুহূর্তেই ৪ উইকেটে ১৯৪ রান থেকে ৭ উইকেটে ২১৩ রানে পরিণত হয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭৬.৩ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে।
২ ঘণ্টা আগে২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কেনার পর হইচই পড়ে যায়। কারণ, পন্তকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার বানিয়েছে এই লক্ষ্ণৌ। এমনকি তাঁকে অধিনায়কও বানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তবে সেই দামের প্রতিদান কতটুকু দিতে পারছেন পন্ত, সেই প্রশ্নটা উঠছে বারবার।
২ ঘণ্টা আগে