Ajker Patrika

দ্বিতীয় দিনের চমক সাড়ে ১১ কোটির লিভিংস্টোন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০২
দ্বিতীয় দিনের চমক সাড়ে ১১ কোটির লিভিংস্টোন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের মেগা নিলামের বিরতির আগ পর্যন্ত সবচেয়ে বড় চমক লিয়াম লিভিংস্টোন। ১১ কোটি ৫০ লাখ রুপিতে এই ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। লিভিংস্টোনের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। 

এক কোটি ভিত্তিমূল্যের লিভিংস্টোনকে দলে পেতে শুরুতে দর হাঁকায় কলকাতা নাইট রাইডার্স। এরপর তাঁকে দলে পেতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটানস। শেষ মুহূর্তে দর হাঁকায় সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ পর্যন্ত সবাইকে টপকে ১১ কোটি ৫০ লাখ রুপি খরচ করে লিভিংস্টোনকে বাগিয়ে নেয় মুম্বাই। আইপিএলের গত আসরে রাজস্থানের হয়ে খেলেছিলেন তিনি। 

লিভিংস্টোনের মতো ওডেন স্মিথকে নিয়েও টানাটানি হয়েছে ফ্র‍্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারেরও ভিত্তিমূল্য ছিল ১ কোটি টাকা। স্মিথকে দলে পেতে লড়াই চালায় চারটি ফ্র‍্যাঞ্চাইজি—পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, হায়দরাবাদ ও রাজস্থান। শেষ পর্যন্ত ৬ কোটি রুপিতে স্মিথকে দলে নেয় পাঞ্জাব। 

আগের দিনের মতো দ্বিতীয় দিনেও স্পিনারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র‍্যাঞ্চাইজিগুলো। দল পাননি তাবারেজ শামসি, ঈশ সৌদি, কায়েস আহমেদরা। বিদেশিদের মধ্যে অবিক্রীত আছেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার ডেভিড মালান। দল পাননি আগের আসরের কেকেআরের অধিনায়ক এউইন মরগান ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত