Ajker Patrika

যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১৩
যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ 

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৫ দিন। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে দলগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে জোর কদমে। তার মধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের তিন শহর—ডালাস, মায়ামি ও নিউইয়র্কে হবে কুড়ি ওভারের ক্রিকেটের এই বৈশ্বিক লড়াই। মার্কিন মুলুকে যে প্রথমবারের মতো বিশ্বকাপ হবে, সেটি আগে থেকে ঠিক করা ছিল। আগামী বছর ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি ও নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে বেছে নেয় আইসিসি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এর আগে বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রে এবারই প্রথম কোনো আইসিসির টুর্নামেন্ট হতে যাচ্ছে। জুনে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। তার জন্য নিউইয়র্কের নাসাউ কাউন্টির এইসেনহাউয়ার পার্কে বানানো হবে ৩৪ হাজার আসনের ///‘মড্যুলার’ স্টেডিয়াম।

মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো চমৎকার সুবিধা এনে দেবে বিশ্বের বৃহত্তম ক্রীড়া মার্কেটে আমাদের উপস্থাপনের।’

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে গত জুলাইয়ে মেজর লিগ ক্রিকেট নামে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে যুক্তরাষ্ট্র। তার মধ্যে ভেন্যু হিসেবে ছিল ডালাসের গ্র্যান্ড প্রেইরিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত