Ajker Patrika

পাকিস্তানকে ধবলধোলাইয়ের নেপথ্য নায়ক যিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২৪
পাকিস্তানকে ধবলধোলাইয়ের নেপথ্য নায়ক যিনি

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের নেপথ্যে রয়েছেন স্থানীয় বেশ কয়েকজন কোচও। যাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশ টাইগার্সের কোচ মো: সোহেল ইসলাম।  টি–টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে বিশ্বকাপের স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের নিয়ে দেশের তিন ভেন্যুতে নানা সংস্করণে করিয়েছেন প্রস্তুতি ক্যাম্প। আর তার ফল পাকিস্তান সফরে ক্রিকেটার বদলে যাওয়া মানসিকতা, বদলে যাওয়া পারফরম্যান্সও। 

কী ব্যাটিং, কী বোলিং, কী ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ।দলের এই সাফল্যে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে মাতামাতি হলেও খুব কমই আলোচনায় হয়েছে সোহেল ইসলামকে নিয়ে। এ নিয়ে অবশ্য আফসোস নেই তাঁর। আজ দুপুরে সোহেল মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখেন আমি তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি। আমাদের যেটা কাজ আমি ওটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট কে দিবে না দিবে না এটা আমার হাতে নাই। আমার নিয়ন্ত্রণের মধ্যে যা আছে আমি সেটা করার চেষ্টা করি।’

পাকিস্তান সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে স্থানীয় এই কোচ বলেন, ‘বিশ্বকাপের সময় হাথুরু আমাদের একটা প্রস্তুতির নকশা দিয়েছিল। আমরা সেই নকশা সংশোধন করে ক্রিকেটারদের নিয়ে ভাগ ভাগ করে প্রথমে সিলেট পরে চট্টগ্রামে, সবশেষ ঢাকায় প্রস্তুতি ক্যাম্প করি। আমাদের ক্রিকেটারদের শেখার ইচ্ছা প্রবল। তারাই অনুশীলনের মধ্য থেকে আমার কাছে নিজেদের টেকনিক্যাল ইস্যু নিয়ে আমার সঙ্গে আলোচনা করে। আমি সমাধানের চেষ্টা করেছি। ক্রিকেটারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কাজ করেছি। লাল বলে ওপেনারদের নিয়ে কাজ করেছি, গ্রানাইটে বল খেলিয়েছি।’

এবার সামনে ভারত সিরিজ। এবারও শুরুর প্রস্তুতির দায়িত্ব সেই সোহেল ইসলামের কাঁধে। সিরিজ প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আমরা আজ ১২ জন ক্রিকেটার নিয়ে সাদা বলে প্রস্তুতি শুরু করেছি। প্রথম দিনে আজ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিল। তবে কালও কয়েকজন যোগ দিবেন। ফিটনেস  ও স্কিল এ দুটো দিক নিয়েই কাজ করছি। আশা করছি এবারের প্রস্তুতিও ক্রিকেটারদের জন্য সিরিজ সহায়ক হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত