Ajker Patrika

বিশ্বকাপে সুযোগ না পেয়ে অবসরে কিউই তারকা 

আপডেট : ১০ মে ২০২৪, ১১: ৫৬
বিশ্বকাপে সুযোগ না পেয়ে অবসরে কিউই তারকা 

চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা। 

বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’ 

মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।

নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত