Ajker Patrika

প্যাড না পরেই ব্যাটিংয়ে! হাসির খোরাক ব্যাটার

প্যাড না পরেই ব্যাটিংয়ে! হাসির খোরাক ব্যাটার

ক্রিকেট খুবই প্রতিযোগিতাপূর্ণ খেলা। দুই পক্ষকে খেলতে হয় গুরুত্বের সঙ্গে। তবে মাঝে মাঝে মাঠে এমন ঘটনাও ঘটে, হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। 

তেমন হাসির কাণ্ড ঘটিয়েছেন যুক্তরাজ্যের এক ক্রিকেটার। তাঁর এমন কাণ্ড আম্পায়ার ও প্রতিপক্ষদের তো হাসিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠেছে হাসির ঝড়। 

ঘটনাটি যুক্তরাজ্যের গ্রামের এক ক্রিকেট ম্যাচের। এক ব্যাটার ব্যাট হাতে বেশ হেলেদুলে আসেন ক্রিজে। মাথায় হেলমেট, হাতে গ্লাভস থাকলেও বোলারের মুখোমুখি দাঁড়ানোর পর বুঝতে পারেন, এক পায়ে প্যাড না পরে চলে এসেছেন তিনি। 

প্রতিপক্ষের খেলোয়াড়েরাও তখন আগের উইকেট উদ্‌যাপন শেষে ফিল্ডিংয়ে ফিরে যাচ্ছেন। পাশ থেকে তখন ওই ব্যাটারকে উদ্দেশ্য করে একজন বলেন, ‘তুমি প্যাড না পরে চলে এসেছো।’ আর যায় কই! ওই ব্যাটার হাসতে হাসতে দৌড়ে যান প্যাভিলিয়নের দিকে। এই দেখে হাসিতে ফেটে পড়েন আম্পায়ার ও খেলোয়াড়েরা। 

এমন হাসির কাণ্ডটি ভিডিও করেছেন মার্টিন হিউজ। যিনি খেলেন সাউদান্ড সিভিক ক্রিকেট ক্লাবের হয়ে। টুইটার পেজ ‘দ্যাটস সো ভিলেজ’ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি। আর তা দেখে না হেসে পারেননি কেউ। ইতিমধ্যে ভিডিওটিতে লাইক পড়েছে ১১ হাজারের ওপরে। রিটুইট হয়েছে ১ হাজার দুইশ’র বেশি। 

নেটিজেনরাও ভিডিওটি মজার সঙ্গে নিয়েছেন। একেকজন একেকরকম মজার মন্তব্যও করেছেন তাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত