Ajker Patrika

মাশরাফির ফেরার ম্যাচে ঢাকার তৃতীয় হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাশরাফির ফেরার ম্যাচে ঢাকার তৃতীয় হার

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিনের প্রথম ম্যাচের ধারাটা অব্যাহত রেখেছে। যথারীতি আজও দুপুরের ম্যাচ শেষ হলো রানখরায়। কাঁটায় কাঁটায় ১০০ রান তুলে গুটিয়ে গেল মিনিস্টার ঢাকা। ইনিংসের বাকি ছিল আরও ১০ বল। মামুলি লক্ষ্যে পৌঁছাতেও সিলেট সানরাইজার্সকে খেলতে হলো ১৭ ওভার। টুর্নামেন্টে সিলেট প্রথম জয় পেল ৭ উইকেটে।

প্রকৃতপক্ষে ম্যাচের ভাগ্য বল মাঠে গড়ানোর আগেই নির্ধারণ হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচ টস হারা মানেই ম্যাচ হারা। সেই ধারাটা পাল্টাতে পারল না মাহমুদউল্লাহ রিয়াদের তারকা সমৃদ্ধ ঢাকা। মাশরাফি বিন মুর্তজার উপস্থিতিও বাঁচাতে পারল না তাদের। চতুর্থ ম্যাচে এসে ঢাকা পেল তৃতীয় হারের স্বাদ। এই হারে প্লে-অফ পর্বে যাওয়াটা কঠিন থেকে কঠিনতর হয়ে গেল আলোচিত ফ্র্যাঞ্চাইজিটির জন্য।

ঢাকাকে ধসিয়ে দিয়েছেন নাজমুল ইসলাম অপু। ১৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা। ৩টি শিকার পেসার তাসকিন আহমেদের। ঢাকাকে দ্রুত গুটিয়ে দিতে অবদান আছে সোহাগ গাজী ২ উইকেটেরও। তাঁদের দুর্দান্ত বোলিংয়ে খাবি খাওয়া ঢাকার সাত ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কে। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। এ ছাড়া মোহাম্মদ নাঈম ১৫ বলে ৩০, শুভাগত হোম ১৬ বলে ২১ এবং রুবেল হোসেন ৬ বলে ১২ রানে আউট হন।

রান তাড়ায় জয়ের জন্য কখনোই ভাবতে হয়নি তারুণ্যের দল সিলেটকে। ওপেনার লেন্ডল সিমন্স ২১ বলে ১৬ রানে আউট হলেও জয় এসেছে হেসেখেলেই। এনামুল হক বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেন। ১৫ বলে ১৭ রানে ফেরেন মোহাম্মদ মিঠুন। কলিন ইনগ্রাম ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। বৃথাই গেল মাশরাফির দুর্দান্ত বোলিং। বিপিএলে ফেরার ম্যাচে চার ওভারে ২১ রানে ২ উইকেট নেন 'নড়াইল এক্সপ্রেস'।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত