Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়ে কী বললেন শেবাগ 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১২: ১৮
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়ে কী বললেন শেবাগ 

কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল বাংলাদেশ ও পাকিস্তান দল দুটির কাছে ম্যাচের প্রেক্ষাপট ছিল ভিন্ন রকম। সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বাংলাদেশের। অন্যদিকে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানের কাছে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তান গতকাল বাংলাদেশের বিদায় তো নিশ্চিত করেছেই। একই সঙ্গে সেমির আশা বাঁচিয়ে রাখল বাবর আজমের দল।

নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার পরাজয়ে সেমির দৌড় থেকে ছিটকে যেতে থাকে পাকিস্তান। কলকাতায় গতকাল বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। এর পরই সেই বাংলাদেশের লেজের দিকে চিরচেনা ধস। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা পাকিস্তান ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে।

বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর শেবাগ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভারতের সাবেক এই ব্যাটার ক্রিকবাজকে বলেন, ‘আমি বলব না যে এটা বাংলাদেশের বিপক্ষে কোনো বার্তা ছিল। তারা (বাংলাদেশ) এরই মধ্যে খারাপ খেলা শুরু করেছে। জিতে কোন বার্তা তাদের আপনি দেবেন? হ্যাঁ, ৩২ ওভারে রান তাড়া করায় তা তাদের (পাকিস্তান) নেট রানরেট বাড়াতে সাহায্য করেছে। যদি অন্য দলের নেট রানরেট কম থাকে, তাহলে তাদের সেমিতে উঠতে সাহায্য করবে।’

৪ ও ১১ নভেম্বর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে। যেখানে ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট এবং -১.৬৫২ নেট রানরেট নিয়ে ইংল্যান্ড রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। শেবাগের মতে, পাকিস্তানের এখন বাকি দুই ম্যাচ জয় নিয়ে ভাবা উচিত। ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘পাকিস্তানের এখনো দুটি ম্যাচ খেলতে হবে। একটা বেঙ্গালুরুতে, আরেকটা এখানে (কলকাতায়)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা বিশ্বকাপে বাজে খেলছে। অন্যদিকে বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচ জিতলে পাকিস্তানের সেরা চারে খেলার সম্ভাবনা বাড়বে। পাকিস্তানের মনে করা উচিত যে তাদের বিশ্বকাপ আজ (গতকাল) থেকে শুরু হয়েছে। পরবর্তী দুটি ম্যাচ কীভাবে জেতা যায়, সেদিকে ফোকাস করা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত