Ajker Patrika

বিশ্বকাপ শেষ মাদুশঙ্কার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২: ৩৯
বিশ্বকাপ শেষ মাদুশঙ্কার

শ্রীলঙ্কাকে এশিয়া কাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দিলশান মাদুশঙ্কা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পারফরম্যান্স দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা ধরে রেখেছিলেন তিনি। কিন্তু বিশ্বমঞ্চে খেলা হচ্ছে না তাঁর। হাঁটুর চোট তাঁকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে।

বিশ্বকাপ মিশন শুরুর আগে মাদুশঙ্কার চোট শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। আজ উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছে তারা। নিশ্চিতভাবেই আজকের ম্যাচে খেলার কথা ছিল ২২ বছর বয়সী এই পেসারের। কিন্তু গতকাল অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় খেলতে পারলেন না আজ নামিবিয়ার বিপক্ষে। শুধু আজকের ম্যাচেই নয়, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন দলটির বাঁ-হাতি এই পেসার। অনুশীলনের পর এমআরআই স্ক্যান থেকে জানা যায়, তাঁর চোট গুরুতর। এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাঁর। মাদুশঙ্কার পরিবর্তে কাকে নেওয়া হবে তা এখন জানায়নি শ্রীলঙ্কা দল।

টসের সময় মাদুশঙ্কার ছিটকে যাওয়া নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গত অনুশীলনে মাদুশঙ্কা চোট পেয়েছেন। ওকে আমরা পাচ্ছি না। ওর জায়গায় আজ প্রমদ মাদুশান খেলবে।’

এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাদুশঙ্কার। অভিষেক টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছেন এই পেসার। ৬ ম্যাচে ওভারপ্রতি ৭.৭৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত