Ajker Patrika

বাংলাদেশকে হারিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭: ১৯
বাংলাদেশের উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের উদযাপন। ছবি: বিসিবি
বাংলাদেশের উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের উদযাপন। ছবি: বিসিবি

হাতে বাকি দুই দিন। কিন্তু বাংলাদেশ আজ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে যে ব্যাটিং করল, মনে হয় যেন সীমিত ওভারের খেলা চলছে। বাজে শট খেলে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ গতকাল তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ৮২ রানে পিছিয়ে থেকে। এমন অবস্থায় ব্যাটাররা দায়িত্ব নেওয়ার পরিবর্তে কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। জিম্বাবুয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে বাংলাদেশ। সফরকারীরা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে। চা পানের বিরতি পর্যন্ত ২৮ ওভারে ২ উইকেটে ১১৭ রান করে ফেলেছে জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন ব্যাটিং করতে থাকেন ওয়ানডে মেজাজে। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাঁকেই বোলিংয়ে এনে থাকুন না কেন, স্বাগতিকদের সময় কাটে বল কুড়োতে কুড়োতেই।

দলীয় ৯৫ রানে অবশেষে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙতে পারে বাংলাদেশ। ২১তম ওভারের শেষ বলে মিরাজকে তুলে মারতে যান কারেন। এজ হওয়া বল মিড অফে ক্যাচ ধরেন খালেদ আহমেদ। ৭৫ বলে ৭ চারে ৪৪ রান করে আউট হয়েছেন কারেন। টপ অর্ডারের আরেক ব্যাটার নিক ওয়েলচকেও দ্রুত ফিরিয়েছে বাংলাদেশ। ২৬তম ওভারের শেষ বলে তাইজুল সোজা আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ করেছেন ওয়েলচকে।

কারেন (৪৪), ওয়েলচ (১০) এই দুই ব্যাটারকে দ্রুত হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ২৬ ওভারে ২ উইকেটে ১১২ রান। ৫২ রানে অপরাজিত বেনেট। শন উইলিয়ামস উইকেটে এসে এখনো রানের খাতা খুলতে পারেননি।

আউটফিল্ড ভেজা থাকায় সিলেট টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে স্থানীয় সময় ১১টায়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান থেকে বাংলাদেশ শুরু করেছে। তবে চতুর্থ দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ভিক্টর নিয়াউচি সহজেই তালুবন্দী করেছেন।

১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত বিদায় নিলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের। এই জুটি ভাঙার পর ৬১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৭৯.২ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শান্তর ৬০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন জাকের। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২০.২ ওভার বোলিং করে ৭২ রানে নিয়েছেন ৬ উইকেট।

আরও পড়ুন:

জাকেরের লড়াইয়েও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত