Ajker Patrika

এএইচএফ কাপের সেমিফাইনালে ওমানকে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জয়ের পর বাংলাদেশ হকি দলের উল্লাস। ছবি: সংগৃহীত
জয়ের পর বাংলাদেশ হকি দলের উল্লাস। ছবি: সংগৃহীত

অপরাজিত থেকে এএইচএফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ হকি দল। আজ পুলের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুল পর্ব শেষ করল তারা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ওমান। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

জাকার্তার জিবিকে হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে কোনো গোল করতে পারেননি মিমো-আশরাফুলরা। তবে চড়াও হয় তৃতীয় ও শেষ কোয়ার্টারে। ৩৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিবুল হাসান। ৪২ মিনিটে আবারও ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর ঠিক পরের মিনিটে ব্যবধান বাড়ান ফজলে রাব্বি। ৪৯ মিনিটে আরশাদ হোসেন ও ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শেষ গোলটি করেন নাঈম উদ্দিন।

জোড়া গোল করে ম্যাচসেরা হয়ে রাকিবুল বলেন, ‘আমি এই পুরস্কার আমার পরিবার ও একজন বিশেষ মানুষকে উৎসর্গ করছি। সতীর্থদের ধন্যবাদ, তাদের ছাড়া আমি কিছুই নই।’

শ্রীলঙ্কার আগে পুলে কাজাখস্তান, স্বাগতিক ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২৫ এপ্রিল সেমিফাইনালে ওমানের বিপক্ষে লড়বে তারা। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে চাইনিজ তাইপে ও কাজাখস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত