Ajker Patrika

মাশরাফি না থাকলেও বড় জয়ে শুরু রূপগঞ্জের

নিজস্ব প্রতিবেদক, সাভার থেকে
মাশরাফি না থাকলেও বড় জয়ে শুরু রূপগঞ্জের

চোটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুর কয়েকটি ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার। তবে মাশরাফিকে ছাড়াও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিং করে নাঈম ইসলামের ৯২ ও সাব্বির রহমানের ঝোড়ো ৪২ রানে ভর করে ২৯১ রানের পুঁজি পায় তারা। সেই লক্ষ্য পেরোতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আজ মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে রূপগঞ্জ। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৪৪ রান তুলতেই ইনিংস গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ১৪৭ রানের বিশাল জয় পায় রূপগঞ্জ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি রূপগঞ্জ। দলীয় ৫০ রানের আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও আব্বাস আলবিকে হারায় দলটি।

তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন রাকিবুল হাসান নয়ন ও নাঈম ইসলাম। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে দায়িত্ব নিয়ে ব্যাট করেন তাঁরা। দুজনের ৮৩ রানের জুটি ভাঙেন আল-আমিন জুনিয়র। ৪৬ রান করা রাকিবুলকে সাজঘরে ফেরান তিনি। চতুর্থ উইকেটে নাঈমকে দারুণ সঙ্গ দেন চিরাগ। ৮৪ রানের এই জুটি ভাঙলে ফেরেন চিরাগ। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাব্বির রহমান। যদিও শতকের আগেই (৯২) কাজী অনিকের শিকার হন নাঈম।

ব্যাটিংয়ে ঝড় তুলেও অর্ধশতক করতে পারেননি সাব্বির। ২৫ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এতেই ২৯১ রানের বড় সংগ্রহ পায় রূপগঞ্জ। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওপেনার মেহেদী মারুফকে (১) প্রথম ওভারেই ফেরান নাবিল সামাদ। আরেক ওপেনার আরাফাত সানি মৃধা (১৭) থিতু হওয়ার আগেই ফেরেন সাজঘরে। পরের ব্যাটসম্যানরা নিয়মিত আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন।

৪৫ রানে চার উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়া গাজী গ্রুপের হাল ধরেন মাহমুদুল হাসান ও আকবর আলী। তাঁদের ৪৯ রানের জুটি ভাঙলে ফেরেন আকবর। ৩৮ বলে ২৯ রান করেন তিনি। অন্যপ্রান্তে মাহমুদুল করেন ৪৪ বলে ৩৩ রান। শেষের দিকে কেউই দলের বিপর্যয়ে হাল ধরতে পারেনি। ১৪৪ রানে সব কটি উইকেট হারিয়ে থামে গাজী গ্রুপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত