Ajker Patrika

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সুপার এইটে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ জুন ২০২৪, ০০: ৫৩
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সুপার এইটে যুক্তরাষ্ট্র

নিভু নিভু প্রদীপটা শেষ পর্যন্ত নিভেই গেল। পাকিস্তানের সুপার এইটের আশা হতাশায় রূপ নিল বৃষ্টিতে। গতকাল বাবর আজমদের কোনো ম্যাচ ছিল না। তবে তাদের ভাগ্যটা ঝুলেছিল ফ্লোরিডার লওডারহিলে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচে। আইরিশরা এই ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাটা আরেকটু উজ্জ্বল হতো পাকিস্তানের। আর আগামীকাল একই মাঠে নিজেদের ম্যাচে যদি বাবররা জিততেন তবে হয়তো স্বপ্নটা সত্যিও হতে পারতো। ‘এ’ গ্রুপে নেট রানরেটে যে যুক্তরাষ্ট্রের (‍+০.১২৭) চেয়ে এগিয়ে ছিল পাকিস্তানই (‍+০.১৯১)!

কিন্তু কঠিন সমীকরণটা একেবারে সহজ করে দিল বৃষ্টি। একটি বলও না হয়ে অনেক অপেক্ষা ও মাঠ পরিদর্শনের পর যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আগে থেকেই জানা গিয়েছিল, বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে। ফ্লোরিডায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বর্জ্রপাতের যে পূর্বাভাস ছিল, সেটিই হলো। আর তাতে পুড়ল পাকিস্তানের কপাল। আগের ম্যাচে কানাডার বিপক্ষে জয়ে যে স্বপ্নটা তারা দেখেছিল সেটি রূপ নিল নীল বিষাদে। 

বৃষ্টিতে লাভ হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। চার ম্যাচে ২ জয়, ১ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে ভারতের সঙ্গী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচেই পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই সুপার এইটে উঠে আরেক চমক উপহার দিল মার্কিনরা। বেসবল-বাস্কেটবলের দেশটি প্রথমবার খেলবে আইসিসির কোনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। 

গতরাতে লওডারহিলের ভেজা মাঠ শুকিয়ে ম্যাচের আশা করেছিলেন আম্পায়ারা। ওভার কমে আসলেও তারা চেয়েছিলেন ম্যাচটি হোক। তার জন্য অনেক অপেক্ষাও করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় সাড়ে আটটায় খেলা শুরু তো দূরের কথা, টসও হয়নি। প্রায় সাড়ে ১১টা দিকে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা আসে। এই ঘোষণায় শুধু পাকিস্তানের স্বপ্নই ভাঙেনি, আয়ারল্যান্ড ও কানাডার আশাও শেষ হয়ে গেছে। কার্যত হাতে কলমে দুই দলেরই সুপার এইটে যাওয়ার আশা ছিল। 

পাকিস্তানের স্বপ্ন ভেস্তে গেলেও গতকাল সুপার এইট নিশ্চিত করেছে তাদের প্রতিবেশি আফগানিস্তান। এবারই প্রথম কোনো বিশ্বকাপের নকআউটে খেলবে তারা। ত্রিনিদাদে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়েছে আফগানরা। ফজলহক ফারুকি-নাভিন উল হকের তোপ, গুলবদিন নাইবের দারুণ ইনিংস, নবীর কার্যকর সঙ্গ–২৯ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে আফগানিস্তান। 

টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১৯.৫ ওভারে ৯৫ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। লক্ষ্য তাড়ায় আফগানিস্তান করে ৩ উইকেটে ১০১ রান। টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে তারা। আফগানদের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত