নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।
২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’
নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’
পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত।
নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।
২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’
নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’
পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত।
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩১ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
১ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে