গত কদিনে বেশ আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। মরা উইকেটে পাঁচ দিনে ন্যূনতম লড়াই হয়নি পাকিস্তান-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজের প্রথম টেস্টে। বাজে উইকেটের কারণে শাস্তি জুটছে ভেন্যুটির কপালে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে রাওয়ালপিন্ডি।
এ টেস্টে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন রঞ্জন মাদুগালে। তাঁর মতে, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটে-বলে লড়াইয়ের কোনো উপাদানই ছিল না। আজ এক বিবৃতিতে ভেন্যুটির জরিমানার কথা জানিয়েছে আইসিসি। তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
কেন এমন উইকেট বানালেন? নিজের ব্যাখ্যায় রমিজ বললেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
ম্যাচ চলাকালেই পিন্ডির উইকেট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সরাসরি সমালোচনা না করলেও স্মিথ বলেছিলেন, ‘একদম মরা উইকেট। উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স নেই। আর স্টাম্পে টানা বল করলে আর সে অনুযায়ী ফিল্ডিং সাজালে রান নেওয়া কঠিন। তবে আউট হওয়াও কঠিন।’
গত কদিনে বেশ আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। মরা উইকেটে পাঁচ দিনে ন্যূনতম লড়াই হয়নি পাকিস্তান-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজের প্রথম টেস্টে। বাজে উইকেটের কারণে শাস্তি জুটছে ভেন্যুটির কপালে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে রাওয়ালপিন্ডি।
এ টেস্টে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন রঞ্জন মাদুগালে। তাঁর মতে, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটে-বলে লড়াইয়ের কোনো উপাদানই ছিল না। আজ এক বিবৃতিতে ভেন্যুটির জরিমানার কথা জানিয়েছে আইসিসি। তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
কেন এমন উইকেট বানালেন? নিজের ব্যাখ্যায় রমিজ বললেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
ম্যাচ চলাকালেই পিন্ডির উইকেট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সরাসরি সমালোচনা না করলেও স্মিথ বলেছিলেন, ‘একদম মরা উইকেট। উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স নেই। আর স্টাম্পে টানা বল করলে আর সে অনুযায়ী ফিল্ডিং সাজালে রান নেওয়া কঠিন। তবে আউট হওয়াও কঠিন।’
কয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
৩ ঘণ্টা আগে