Ajker Patrika

আইপিএলে আলোচিত ১৪ বছর বয়সী ক্রিকেটারকে হারানোর শঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০: ০২
আইপিএলে আলোচিত ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ছবি: এএফপি
আইপিএলে আলোচিত ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ছবি: এএফপি

আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষিক্ত হয়ে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের জার্সিতে সবে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সমালোচিত হয়েছেন আক্রমণাত্মক মানসিকতার জন্য। তাঁর প্রতি বলে ছয় মারার প্রবণতার দিকে আঙুল তুলেছেন সমালোচকেরা। বৈভব দ্বিতীয় ম্যাচে আউটও হয়েছেন ছয় মারতে গিয়ে। ১৪ বছরের এই তারকাকে কঠোর ভাষায় সংযত হতে বললেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।

শেবাগের মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করেন তাহলে পরের আইপিএলে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি জানিয়েছেন, দুর্দান্ত শুরুর পরেও হারিয়ে যাওয়ার মতো প্রচুর ঘটনা ভারতীয় ক্রিকেটে রয়েছে। এটা মনে রেখে বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন শেবাগ। একটি ভারতীয় ওয়েবসাইটে শেবাগ বলেছেন, ‘যদি তুমি (বৈভব) এটা ভেবে মাঠে নামো যে ভালো খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা একটা-দুটো ম্যাচে ভালো খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তারপর কিছুই করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।’

শেবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুসরণ করা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা। ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ‘বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা আসরেই খেলেছে। বৈভবের লক্ষ্য থাকা উচিত এটাকে ভেঙে দেওয়ার। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তাহলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।’

আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচের প্রথম বলেই শারদুল ঠাকুরকে ৬ মেরে রানের খাতা খুলেছিলেন বৈভব। শেষ পর্যন্ত ২০ বল খেলে ৩৪ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচেও প্রতি বলে ৬ মারার মানসিকতা প্রদর্শন করতে থাকেন এই তরুণ তারকা। তাঁর ব্যাট থেকে দুটো ৬ এলেও তাঁর মানসিকতা সবার কাছেই দৃষ্টিকটু লাগে। এই প্রতি বলে ৬ মারার মানসিকতার কারণেই ইনিংস বড় করতে পারেননি তিনি। এতেই প্রশ্ন উঠেছে সব মহলে। আইপিএলের মেগা নিলাম থেকে এবারের আসরে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত