ক্রীড়া ডেস্ক
আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষিক্ত হয়ে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের জার্সিতে সবে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সমালোচিত হয়েছেন আক্রমণাত্মক মানসিকতার জন্য। তাঁর প্রতি বলে ছয় মারার প্রবণতার দিকে আঙুল তুলেছেন সমালোচকেরা। বৈভব দ্বিতীয় ম্যাচে আউটও হয়েছেন ছয় মারতে গিয়ে। ১৪ বছরের এই তারকাকে কঠোর ভাষায় সংযত হতে বললেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।
শেবাগের মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করেন তাহলে পরের আইপিএলে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি জানিয়েছেন, দুর্দান্ত শুরুর পরেও হারিয়ে যাওয়ার মতো প্রচুর ঘটনা ভারতীয় ক্রিকেটে রয়েছে। এটা মনে রেখে বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন শেবাগ। একটি ভারতীয় ওয়েবসাইটে শেবাগ বলেছেন, ‘যদি তুমি (বৈভব) এটা ভেবে মাঠে নামো যে ভালো খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা একটা-দুটো ম্যাচে ভালো খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তারপর কিছুই করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।’
শেবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুসরণ করা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা। ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ‘বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা আসরেই খেলেছে। বৈভবের লক্ষ্য থাকা উচিত এটাকে ভেঙে দেওয়ার। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তাহলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।’
আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচের প্রথম বলেই শারদুল ঠাকুরকে ৬ মেরে রানের খাতা খুলেছিলেন বৈভব। শেষ পর্যন্ত ২০ বল খেলে ৩৪ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচেও প্রতি বলে ৬ মারার মানসিকতা প্রদর্শন করতে থাকেন এই তরুণ তারকা। তাঁর ব্যাট থেকে দুটো ৬ এলেও তাঁর মানসিকতা সবার কাছেই দৃষ্টিকটু লাগে। এই প্রতি বলে ৬ মারার মানসিকতার কারণেই ইনিংস বড় করতে পারেননি তিনি। এতেই প্রশ্ন উঠেছে সব মহলে। আইপিএলের মেগা নিলাম থেকে এবারের আসরে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।
আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষিক্ত হয়ে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থানের জার্সিতে সবে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে সমালোচিত হয়েছেন আক্রমণাত্মক মানসিকতার জন্য। তাঁর প্রতি বলে ছয় মারার প্রবণতার দিকে আঙুল তুলেছেন সমালোচকেরা। বৈভব দ্বিতীয় ম্যাচে আউটও হয়েছেন ছয় মারতে গিয়ে। ১৪ বছরের এই তারকাকে কঠোর ভাষায় সংযত হতে বললেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ।
শেবাগের মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করেন তাহলে পরের আইপিএলে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি জানিয়েছেন, দুর্দান্ত শুরুর পরেও হারিয়ে যাওয়ার মতো প্রচুর ঘটনা ভারতীয় ক্রিকেটে রয়েছে। এটা মনে রেখে বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন শেবাগ। একটি ভারতীয় ওয়েবসাইটে শেবাগ বলেছেন, ‘যদি তুমি (বৈভব) এটা ভেবে মাঠে নামো যে ভালো খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি, যারা একটা-দুটো ম্যাচে ভালো খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তারপর কিছুই করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।’
শেবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুসরণ করা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা। ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ‘বৈভবের লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা আসরেই খেলেছে। বৈভবের লক্ষ্য থাকা উচিত এটাকে ভেঙে দেওয়ার। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তাহলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।’
আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচের প্রথম বলেই শারদুল ঠাকুরকে ৬ মেরে রানের খাতা খুলেছিলেন বৈভব। শেষ পর্যন্ত ২০ বল খেলে ৩৪ রান করে আউট হন তিনি। দ্বিতীয় ম্যাচেও প্রতি বলে ৬ মারার মানসিকতা প্রদর্শন করতে থাকেন এই তরুণ তারকা। তাঁর ব্যাট থেকে দুটো ৬ এলেও তাঁর মানসিকতা সবার কাছেই দৃষ্টিকটু লাগে। এই প্রতি বলে ৬ মারার মানসিকতার কারণেই ইনিংস বড় করতে পারেননি তিনি। এতেই প্রশ্ন উঠেছে সব মহলে। আইপিএলের মেগা নিলাম থেকে এবারের আসরে বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস।
বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা...
৩ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহাম
৩ ঘণ্টা আগেতাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো, সমালোচনার মুখে আবার শাস্তি বহাল। আজ আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এল সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি...
৫ ঘণ্টা আগে