Ajker Patrika

আর্জেন্টিনার বিশ্বজয়ের মাঠে গিয়ে কেমন লেগেছে বাংলাদেশ অধিনায়কের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০০: ০৯
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। ছবি: বাফুফে
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। ছবি: বাফুফে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা। একই সঙ্গে নিজেদের চাওয়া, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখা হিন্দ বিনত হামাদ আল থানির কাছে।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে গিয়ে সবকিছু স্বপ্নের মতো লেগেছিল আফঈদা ও রিপার কাছে। গতকাল ফরেন সার্ভিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা নিয়ে আফঈদা বলেন, ‘আসলে বলে বোঝানোর মতো না। (লিওনেল) মেসি যখন টুক টুক করে হেঁটে বিশ্বকাপটা তুলে ধরেছিল, সেই মুহূর্তটা চোখে ভাসছিল। স্বপ্নের মতো লাগছিল সব।’

ক্রিকেট-ফুটবল বাদেও অন্যান্য খেলার কথা কাতার ফাউন্ডেশনের কাছে তুলে ধরেছেন আফঈদা। চোটে পড়লে পুনর্বাসনপ্রক্রিয়ার সময় খুব বেশি সুযোগ-সুবিধা পান না বাংলাদেশের ক্রীড়াবিদেরা। রিপা বলেন, ‘আমরা যখন চোটে পড়ি, তখন খুব বেশি সুযোগ-সুবিধা পাই না। কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমাদের আশ্বাস দিয়েছেন সব ধরনের সহযোগিতা করার।’

ফুটবলের মতো জনপ্রিয় না হলেও ক্রিকেটে পা বাড়াতে চায় কাতার। শারমিন বলেন, ‘আমাদের কথা শুনে তারা ক্রিকেট নিয়ে আগ্রহী হয়ে ওঠে। শেখা হিন্দ বলেছেন, তাঁরাও ক্রিকেট শুরু করবেন।’

কাতার যেভাবে আতিথেয়তা দিয়েছে, তাতে বেশ খুশি সুমাইয়া, ‘আমাদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সেটি বলে প্রকাশ করা যাবে না। আমরা এই সফর নিয়ে অনেক বেশি খুশি।’

আর্থনা সম্মেলনে যোগ দিতে ২১ এপ্রিল চার ক্রীড়াবিদকে নিয়েও কাতারে যান প্রধান উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রান পাহাড়ের দিকে ছুঁটছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি
প্রথম সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটা স্বপ্নের মতো পার করেছে বাংলাদেশ। ৩৩৮ রানে ১ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকেরা। গতকালই ৫২ রানের লিড পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিনের প্রথম সেশনে সে লিড বেড়ে দেড়শোর কোটা ছাড়িয়েছে। তবে এই সেশনটা কথা বলেনি বাংলাদেশের হয়ে। ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

বিস্তারিত আসছে.....

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত ম্যাচের রসদ খুঁজে পেতে আজ নেপাল পরীক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ম্যাচের আগে শেষ মুহূর্তে স্বাগতিকদের প্রস্তুতি। ছবি: বাফুফে
ম্যাচের আগে শেষ মুহূর্তে স্বাগতিকদের প্রস্তুতি। ছবি: বাফুফে

অনুশীলন শেষ। হাডলের জন্য গোল হয়ে দাঁড়িয়ে ফুটবলাররা। কোচ হাভিয়ের কাবরেরা তখন নিশ্চয় অনুপ্রেরণামূলক বার্তা দিচ্ছিলেন। মনোযোগ দিয়ে শোনার পরপরই উজ্জীবিত কণ্ঠে বাংলাদেশ বলে উঠলেন সবাই।

সেই ফুরফুরে মেজাজেই আজ প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। উদ্দেশ্য, এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জয়ের রসদ খুঁজে নেওয়া। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

কাবরেরা যতটা সম্ভব খেলোয়াড়কে বাজিয়ে দেখার চেষ্টা করবেন। শুরুর একাদশে আনবেন পরিবর্তন। কার্ড নিষেধাজ্ঞার কারণে ভারত ম্যাচে নেই ফাহামিদুল ইসলাম। তাই নেপাল ম্যাচেও রাখা হয়নি। চোটে শেখ মোরসালিন, তাঁকেও পাওয়া যাচ্ছে না।

যতটা সম্ভব বেশি খেলোয়াড়কে মাঠে নামানোর পরিকল্পনা করছেন, যাতে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ যাচাই করে নেওয়া যায়।

কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত শোম পরশুই ক্যাম্পে যোগ দিয়েছেন এবং গতকাল পুরো সেশন সম্পন্ন করেছেন; যা ইঙ্গিত দিচ্ছে, নেপালের বিপক্ষে ম্যাচে তিনি কিছুটা সময় মাঠে নামবেন। তবে শুরুর একাদশে না রাখার কথা আগেই জানিয়েছেন। এসবের ভিড়ে কিউবা মিচেলের অভিষেক হওয়ারও সম্ভাবনা রয়েছে। জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘একই মানসিকতা নিয়ে খেলব, যেমন জামাল বলেছে, যেভাবে আমরা ভারতের বিপক্ষে খেলতে চাই। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জয়ের ধারায় ফিরতে চাই। আমরা ভালো পারফর্ম করছি, কিন্তু এখনো সেই ‘ফাইনাল জয়’টা পাচ্ছি না। তাই নেপালের বিপক্ষে অনেকগুলো বিষয় প্রয়োগ করতে চাই, যেগুলো ভারতের ম্যাচে দেখতে চাইব। আমরা বিশ্বাস করি, সঠিক পথে আছি।’

নেপাল গত পাঁচ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত। সর্বশেষ ২০২০ সালে এই মাঠেই ২-০ গোলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। গত সেপ্টেম্বর কাঠমান্ডুতে দুই দল মুখোমুখি হয়েছিল এবং নিষ্প্রাণ এক ম্যাচে গোলশূন্য ড্র করেছিল।

কাবরেরার কণ্ঠে জয়খরা কাটানোর প্রত্যয়, ‘অবশ্যই জেতা সম্ভব। আমরা জানি, নেপাল প্রতিযোগিতামূলক দল। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতেও তারা কঠিন প্রতিপক্ষ ছিল। তারা ভালো খেলেছে, কিন্তু জিততে পারেনি। তবু কাল (আজ) কঠিন ম্যাচ হবে, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

নেপালের বাড়তি সুবিধা হলো, তাদের আটজন জাতীয় খেলোয়াড় বাংলাদেশ ফুটবল লিগে খেলে, ফলে তারা বাংলাদেশের খেলোয়াড়দের বেশ ভালোভাবেই চেনে। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমার ক্লাবে তো চারজন আছে। ক্লাবে আমি ওদের সঙ্গে থাকি। ভালো জানাশোনা আছে। তবে আমরা অবমূল্যায়ন করি না। আমরা জানি, নেপাল শক্তিশালী দল। তারা এখানে খেলতেছে। এটা আমার জন্য অ্যাডভান্টেজ।’

কাবরেরা বরাবরই সমালোচিত সমর্থকদের কাছে। কেউ কেউ তাঁর অধীনে বাংলাদেশের ম্যাচ বর্জন করার সিদ্ধান্ত নেন। কাবরেরার জবাব, ‘আমি শুনেছি, ৪ মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়েছে (হাসি)। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচে আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।’

ভারতের বিপক্ষে জিতেই সব হতাশা দূর করতে চান কাবরেরা, ‘না, আমাদের জন্য ভারতের ম্যাচ এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের আশা না থাকলেও ভারতের বিপক্ষে জয় সমর্থকদের হতাশা অনেকটাই দূর করবে। একটা অফিশিয়াল ম্যাচে ভারতকে হারানোই হবে সবচেয়ে বড় পুরস্কার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ক্রিকেটাররা পাকিস্তান ছাড়লে কড়া ব্যবস্থা নেওয়ার ’হুমকি’ লঙ্কান বোর্ডের

ক্রীড়া ডেস্ক    
শেষ দুটি ওয়ানডে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ছবি: এক্স
শেষ দুটি ওয়ানডে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। ছবি: এক্স

বোমা হামলার আতঙ্কে ওয়ানডে সিরিজের মাঝপথে পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চান শ্রীলঙ্কার বেশকিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কয়েকজন। তাদের হুশিয়ারি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অনুমতি ছাড়া পাকিস্তান থেকে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে লঙ্কান ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা।

বিবৃতিতে বলা হয়, ‘ইতোমধ্যে এসএলসি খেলোয়াড়েদর সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে, পিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্তা নেওয়া হবে। তবে কোনো খেলোয়াড় যদি এসএলসির নির্দেশ না মেনে দেশে ফেরে তাহলে তাদের কর্মকাণ্ড মুল্যায়নের জন্য পর্যালোচনা করা হবে এবং এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। শহরটিতে গত মঙ্গলবার আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। এই ভয়ে ফেরার কথা জানালে সফরকারী দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসির কর্মকর্তা ও পাকিস্তানের নিরাপত্তাকর্মীদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। অনিশ্চয়তার মাঝে সিরিজের শেষ দুই ওয়ানডে একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ১৩ ও ১৫ নভেম্বরের পরিবর্তে শেষ ম্যাচ দুটি হবে ১৪ ও ১৬ নভেম্বর। প্রতিবেদনে ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে দেখা করবেন নাকভি। তিনি সফরকারী দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করবেন।

সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শেষ পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্ট সিরিজ খেলবে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১: ০৫
৮ উইকেটে জিতেছে কিউইরা। ছবি: ক্রিকইনফো
৮ উইকেটে জিতেছে কিউইরা। ছবি: ক্রিকইনফো

চতুর্থ টি-টোয়েন্টি ভেসে যায় বৃষ্টিতে। তার আগে প্রথম তিন ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের ফল এসেছে শেষ ওভারে। কিন্তু ব্যতিক্রম হয়ে থাকল শেষ ম্যাচ। যেখানে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

সিরিজের শুরুটা ভালো ছিল না নিউজিল্যান্ডের জন্য। প্রথম ম্যাচে হেরে যায় তারা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিল মিচেল সান্টনারের দল। সিরিজটা প্রত্যাবর্তনের গল্প হয়েই জমা থাকল ব্ল্যাক ক্যাপসদের জন্য। চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটা বিষয় নিশ্চিত ছিল—সিরিজ হারছে না নিউজিল্যান্ড। তবে সিরিজ বাঁচাতে চাইলে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। এমন সমীকরণে শেষ ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ২৬ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকেরা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান তোলেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। ৪৫ রান করে ফেরেন রবিনসন। দলীয় ১০৬ রানে রাচিন রবীন্দ্রকে (২১ রান) হারায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানকে নিয়ে বাকি কাজটুকু সারেন কনওয়ে। ৪৭ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। চাপম্যানের ব্যাট থেকে আসে ২১ রান। স্বাগতিকদের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। ৪৮ রানেই ৫ উইকেট হারায় তারা। সে ধাক্কা সামলে আর নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারেনি সফরকারী দল। ৩৮ রান আসে রস্টন চেজের ব্যাট থেকে। ৩৬ রান করেন শেফার্ড। জেসন হোল্ডারের অবদান ২০ রান। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার জ্যাকব ডাফি। জেমস নিশামের শিকার ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত