Ajker Patrika

মালয়েশিয়ায় সোনা জিতলেন বাংলাদেশের রাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়া উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন রাফি। ছবি: সংগৃহীত
মালয়েশিয়া উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন রাফি। ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুকে পেছনে রাফি সাঁতার শেষ করেন ২৬ দশমিক ৬৮ সেকেন্ডে।ক্যারিয়ারসেরা টাইমিং গড়ে এই সাঁতারু বলেন, ‘আমার নিজের প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জিতেছি। খুবই ভালো লাগছে। আমি ২৫ এর ঘরে টাইমিং নিয়ে আসতে চাই। এজন্য নিবিড় অনুশীলন করছি।’

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রাফির আগের সেরা টাইমিং ছিল ২৭ দশমিক ১৭ সেকেন্ড। এই টাইমিং থাইল্যান্ডে সাঁতার চ্যাম্পিয়নশিপে রুপা জেতেন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯ দশমিক ১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ।

মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।

১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন রাফি ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত