আয়ারল্যান্ডের বিপক্ষে আজ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। এমন মাইলফলকের দিনই আবার সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।
সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন। তাঁর সঙ্গে এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ ও জেসন বেহেরনডফের মতো তারকা খেলোয়াড়েরা। এ ছাড়া মিরপুর টেস্টের প্রতিপক্ষ আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতকেও সতীর্থ হিসেবে পাবেন লিটন।
এর আগে গতকাল আইকন খেলোয়াড় হিসেবে কানাডা লিগে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন। এই দলে তাঁর মতোই আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
শুধু লিটন-সাকিব-রাসেলরাই নন, এই লিগে তারকার হাট বসেছে। সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা নামে পরিচিত জনপ্রিয় খেলোয়াড়েরা খেলবেন কানাডা লিগে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাইলি রুশো ও হরভজন সিংয়ের মতো তারকারা মাঠ মাতাবেন।
ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। এমন মাইলফলকের দিনই আবার সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।
সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন। তাঁর সঙ্গে এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ ও জেসন বেহেরনডফের মতো তারকা খেলোয়াড়েরা। এ ছাড়া মিরপুর টেস্টের প্রতিপক্ষ আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতকেও সতীর্থ হিসেবে পাবেন লিটন।
এর আগে গতকাল আইকন খেলোয়াড় হিসেবে কানাডা লিগে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন। এই দলে তাঁর মতোই আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
শুধু লিটন-সাকিব-রাসেলরাই নন, এই লিগে তারকার হাট বসেছে। সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা নামে পরিচিত জনপ্রিয় খেলোয়াড়েরা খেলবেন কানাডা লিগে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাইলি রুশো ও হরভজন সিংয়ের মতো তারকারা মাঠ মাতাবেন।
ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩৮ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে