Ajker Patrika

সাকিবের সঙ্গে লিটনও খেলবেন কানাডা লিগে

আপডেট : ১৪ জুন ২০২৩, ১২: ৩৪
সাকিবের সঙ্গে লিটনও খেলবেন কানাডা লিগে

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। এমন মাইলফলকের দিনই আবার সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন তিনি।

সারে জাগুয়ারসের হয়ে খেলবেন লিটন। তাঁর সঙ্গে এই দলে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ ও জেসন বেহেরনডফের মতো তারকা খেলোয়াড়েরা। এ ছাড়া মিরপুর টেস্টের প্রতিপক্ষ আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানাতকেও সতীর্থ হিসেবে পাবেন লিটন।

এর আগে গতকাল আইকন খেলোয়াড় হিসেবে কানাডা লিগে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন। এই দলে তাঁর মতোই আইকন খেলোয়াড় হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

শুধু লিটন-সাকিব-রাসেলরাই নন, এই লিগে তারকার হাট বসেছে। সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা নামে পরিচিত জনপ্রিয় খেলোয়াড়েরা খেলবেন কানাডা লিগে। মোহাম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, রাইলি রুশো ও হরভজন সিংয়ের মতো তারকারা মাঠ মাতাবেন।

ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত