তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ভারত। মাঠে নামলেই ইতিহাসে জায়গা করে নেবে দুবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করবে ভারত।
ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৯৯টি ম্যাচ খেলেছে ভারত। আজ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বে তারা। হাজারতম ওয়ানডেতে ভারতের হয়ে টস করতে নামবেন রোহিত শর্মা। ৯৫৮ ওয়ানডে খেলে ভারতের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তারা খেলেছে ৯৩৬টি ওয়ানডে।
সবার আগে ১০০০ টেস্টের মাইলফলক ছোঁয়া ইংল্যান্ড অবশ্য বেশ পিছিয়েই আছে। ৭৬১ ওয়ানডে খেলে তাদের অবস্থান এখন সাতে। হাজার ওয়ানডের মাইলফলক ছোঁয়ার আগে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘এটি একটি বড় অর্জন। এটা নিয়ে পুরো দেশের গর্ব করা উচিত।’
এখন পর্যন্ত ৯৯৯ ওয়ানডে খেলে ৫১৮টিতে জিতেছে ভারত। হেরেছে ৪৩১টি ম্যাচ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ভারতের ১০০০ ওয়ানডে খেলা একটি বিশাল কৃতিত্বের। আমি সব ক্রিকেটার, কর্মকর্তা ও ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই। ৪৭ বছর ধরে যেভাবে সবাই পাশে থেকে এটিকে সফল করেছেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে ভারত। মাঠে নামলেই ইতিহাসে জায়গা করে নেবে দুবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ইতিহাসের প্রথম দল হিসেবে ১০০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করবে ভারত।
ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৯৯টি ম্যাচ খেলেছে ভারত। আজ আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বে তারা। হাজারতম ওয়ানডেতে ভারতের হয়ে টস করতে নামবেন রোহিত শর্মা। ৯৫৮ ওয়ানডে খেলে ভারতের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। তারা খেলেছে ৯৩৬টি ওয়ানডে।
সবার আগে ১০০০ টেস্টের মাইলফলক ছোঁয়া ইংল্যান্ড অবশ্য বেশ পিছিয়েই আছে। ৭৬১ ওয়ানডে খেলে তাদের অবস্থান এখন সাতে। হাজার ওয়ানডের মাইলফলক ছোঁয়ার আগে ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন শচীন টেন্ডুলকার। এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, ‘এটি একটি বড় অর্জন। এটা নিয়ে পুরো দেশের গর্ব করা উচিত।’
এখন পর্যন্ত ৯৯৯ ওয়ানডে খেলে ৫১৮টিতে জিতেছে ভারত। হেরেছে ৪৩১টি ম্যাচ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ভারতের ১০০০ ওয়ানডে খেলা একটি বিশাল কৃতিত্বের। আমি সব ক্রিকেটার, কর্মকর্তা ও ভক্তদের শুভেচ্ছা জানাতে চাই। ৪৭ বছর ধরে যেভাবে সবাই পাশে থেকে এটিকে সফল করেছেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই।’
ব্যাটারদের বধ্যভূমি হিসেবে মিরপুরের উইকেটের পরিচিতি অনেক আগেই। রানের চাকা সচল রাখতে ব্যাটাররা যখন চড়াও হয়ে খেলেন, তখনই টপাটপ উইকেট পড়তে থাকে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গতকাল সব মিলিয়ে ২৫০ রান না হলেও পড়েছে ১৩ উইকেট।
১৫ মিনিট আগেমিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
৩৮ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে