Ajker Patrika

অবশেষে বিপিএলে শাকিব খানের দলে সৈকত

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
এবারের বিপিএলে সৈকতকে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ছবি: ফেসবুক

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহই দেখায়নি। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন সৈকত। টুর্নামেন্টের মাঝে যে দল পাবেন, সেই আশাও ছিল তাঁর। সৈকতের আশা অবশেষে পূরণ হয়েছে।

সৈকতকে এবারের বিপিএলে মাঝপথে নিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দুপুরে ফ্র্যাঞ্চাইজিটি তাঁর ছবি পোস্ট করেছে। ছবির পেছনে লেখা, ‘নতুন ঢাকাইয়া’। ক্যাপশনে ঢাকা লিখেছে, ‘নতুন একজনকে নেওয়া হয়েছে। বাংলাদেশি ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এখন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়। মোসাদ্দেককে স্বাগতম।’

দুই দিনের বিরতি শেষে বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। দল পাওয়ার দিনই সৈকত সিলেটে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা। বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে ঢাকা-রংপুর ম্যাচ। দুটি দলই এখন পর্যন্ত বিপিএলে তিনটি করে ম্যাচ খেলেছে। সবকটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে রংপুর পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে ঢাকার পয়েন্ট শূন্য। সাত দলের মধ্যে ৬ নম্বরে রয়েছে শাকিব খানের দল।

বিপিএলে সৈকত এখন পর্যন্ত ৮৭ ম্যাচে করেছেন ১২৮৭ রান। গড় ২৪.৭৫ ও স্ট্রাইকরেট ১১১.২৩। ফিফটি করেছেন দুটি। ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ২৫ উইকেট। এবারেরটাসহ বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস ও ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সৈকত সবশেষ খেলেছেন ২৪ ডিসেম্বর। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে ঢাকা মহানগরের জার্সিতে খেলেছেন তিনি। তবে ফাইনালে তাঁর দল রংপুরের কাছে হেরে হয়েছিল রানার্সআপ।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত