Ajker Patrika

এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে, বলছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই জয় বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে, বলছেন সাকিব

মিরপুর শেরেবাংলার উইকেট আজ ব্যাটসম্যানদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে। নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশও। এরপর ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান। 

ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে বিশ্বসেরা অলরাউন্ডার বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন ছিল আজকের উইকেট। আমরা ভালো জায়গায় বল করতে পেরেছি। আর নিউজিল্যান্ডের যেহেতু এই কন্ডিশনে খেলার সেরকম অভিজ্ঞতা ছিল না, স্বাভাবিকভাবে তারা বেশি সংগ্রাম করেছে।’ 

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামার পর থেকেই কিউই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন সাকিবরা। নিজে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পরে দল যখন বিপদে, তখন খেলেছেন ২৫ রানের ইনিংস। 

ম্যাচসেরা সাকিব জানিয়েছেন মিরপুরের কঠিন কন্ডিশনে রান বের করার উপায়, ‘এই কন্ডিশনে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সিঙেল বের করা ও রানিং বিটুইন দ্য উইকেট। এখানে বাউন্ডারি মারাটা খুবই কঠিন। তাই ইতিবাচক মানসিকতায় থেকে সিঙেল ও ডাবল নিলে চাপ কমে যায়। তারপর উইকেটে সেট হয়ে গেলে, একটা দুইটা বাজে বল পেলে রান করা কিছুটা সহজ হয়ে যায়। যেটাই বলি ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন কন্ডিশন।’ 

অন্যদের মতো সাকিবকেও অনুপ্রেরণা দেয় নানা রেকর্ড আর মাইলফলক। তবে তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয়, ‘যে কোনো অর্জন ভালো লাগে। তবে ব্যক্তিগত অর্জন, কী করছি না করছি সেগুলোতে বেশি ফোকাস থাকে না। সবাই যখন বলে রেকর্ড হবে, মাইলফলক সামনে তখন ভালো লাগে।’ 

টানা ম্যাচ জয় বিশ্বকাপে দলকে জিততে অনুপ্রেরণা জোগাবে মানছেন সাকিবও। মনে করিয়ে দিলেন ২০০৭ বিশ্বকাপের আগের পরিস্থিতি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এটা বিশ্বকাপের জন্য খুবই ভালো। আমার মনে আছে ২০০৭ বিশ্বকাপে যখন আমরা ভালো করেছি, তার আগে অনেকগুলো ম্যাচ জিতেছিলাম। বিশেষ করে ওয়ানডেতে। সেটা বিশ্বকাপে ভালো করতে আমাদের অনেক সহযোগিতা করেছিল। এই জয়গুলোও তেমনি বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে।’ 

নিউজিল্যান্ডকে এর আগে দুইবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও কিউইদের বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন সাকিব–মাহমুদউল্লাহরা। কিন্তু সেগুলো সবই ওয়ানডেতে। দলটির বিপক্ষে আজকের আগে টি–টোয়েন্টিতে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। 

স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বসিত সাকিব, ‘সিরিজের প্রথম ম্যাচ জিততে পারায় খুবই ভালো লাগছে। কারণ আমরা কখনো নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিতিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত