ক্রীড়া ডেস্ক
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার। তবে দুঃসময়ে পাশে পেলেন ছন্দে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। জাকেরের আশা দ্রুতই মুশফিক ছন্দে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের আউটের ধরন নিয়ে বেশ সমালোচনায় হয়েছে। জাকের মনে করেন, দলে শুধু মুশফিক একা নন, আরও ব্যাটার আছেন, সবারই দায়িত্ব নেওয়া উচিত। চট্টগ্রামে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
মুশফিক দ্রুত রানে ফিরবে বলে প্রত্যাশা জাকেরের। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন। তিনি তাঁর পথ খুঁজছেন। আশা করি, তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’
জাকেরের মতে, সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে লেজের ব্যাটার হাসান মাহমুদের প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার। তবে দুঃসময়ে পাশে পেলেন ছন্দে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। জাকেরের আশা দ্রুতই মুশফিক ছন্দে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের আউটের ধরন নিয়ে বেশ সমালোচনায় হয়েছে। জাকের মনে করেন, দলে শুধু মুশফিক একা নন, আরও ব্যাটার আছেন, সবারই দায়িত্ব নেওয়া উচিত। চট্টগ্রামে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
মুশফিক দ্রুত রানে ফিরবে বলে প্রত্যাশা জাকেরের। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন। তিনি তাঁর পথ খুঁজছেন। আশা করি, তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’
জাকেরের মতে, সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে লেজের ব্যাটার হাসান মাহমুদের প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩৬ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে