ক্রীড়া ডেস্ক
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার। তবে দুঃসময়ে পাশে পেলেন ছন্দে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। জাকেরের আশা দ্রুতই মুশফিক ছন্দে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের আউটের ধরন নিয়ে বেশ সমালোচনায় হয়েছে। জাকের মনে করেন, দলে শুধু মুশফিক একা নন, আরও ব্যাটার আছেন, সবারই দায়িত্ব নেওয়া উচিত। চট্টগ্রামে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
মুশফিক দ্রুত রানে ফিরবে বলে প্রত্যাশা জাকেরের। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন। তিনি তাঁর পথ খুঁজছেন। আশা করি, তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’
জাকেরের মতে, সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে লেজের ব্যাটার হাসান মাহমুদের প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার। তবে দুঃসময়ে পাশে পেলেন ছন্দে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। জাকেরের আশা দ্রুতই মুশফিক ছন্দে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের আউটের ধরন নিয়ে বেশ সমালোচনায় হয়েছে। জাকের মনে করেন, দলে শুধু মুশফিক একা নন, আরও ব্যাটার আছেন, সবারই দায়িত্ব নেওয়া উচিত। চট্টগ্রামে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
মুশফিক দ্রুত রানে ফিরবে বলে প্রত্যাশা জাকেরের। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন। তিনি তাঁর পথ খুঁজছেন। আশা করি, তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’
জাকেরের মতে, সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে লেজের ব্যাটার হাসান মাহমুদের প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৯ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে