নড়াইল প্রতিনিধি
রবি দাস, সুমন দাস। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী। দুজনেই নড়াইল-২ আসনের বাসিন্দা। নড়াইল-২ আসন মানে মাশরাফি বিন মুর্তজার এলাকা। তাঁদের আরেকটা পরিচয় দুজনেই মাশরাফির বন্ধু।
মাশরাফির বন্ধুসুলভ মনোভাবের কথা কে না জানে! সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফির কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এলাকায় পা রাখলেই নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন তিনি।
চিত্রটা বদলায়নি মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরও। এখনো রবি দাসের দোকানে এসে সময় কাটান। শনিবার রাতে রবি দাসের সঙ্গে সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। সেটার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফি।
মাশরাফির আরেক বন্ধু সুমন। নড়াইলের সেই দুরন্ত শৈশব থেকে মাশরাফির জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সুমন। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।’
রবি দাস, সুমন দাস। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী। দুজনেই নড়াইল-২ আসনের বাসিন্দা। নড়াইল-২ আসন মানে মাশরাফি বিন মুর্তজার এলাকা। তাঁদের আরেকটা পরিচয় দুজনেই মাশরাফির বন্ধু।
মাশরাফির বন্ধুসুলভ মনোভাবের কথা কে না জানে! সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফির কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এলাকায় পা রাখলেই নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন তিনি।
চিত্রটা বদলায়নি মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরও। এখনো রবি দাসের দোকানে এসে সময় কাটান। শনিবার রাতে রবি দাসের সঙ্গে সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। সেটার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফি।
মাশরাফির আরেক বন্ধু সুমন। নড়াইলের সেই দুরন্ত শৈশব থেকে মাশরাফির জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সুমন। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।’
বেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২৮ মিনিট আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
১ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
৩ ঘণ্টা আগে