Ajker Patrika

জুতা সেলাইকারী বন্ধুর সঙ্গে আড্ডায় মজেছেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ৩৭
জুতা সেলাইকারী বন্ধুর সঙ্গে আড্ডায় মজেছেন মাশরাফি

রবি দাস, সুমন দাস। পেশায় জুতা-স্যান্ডেল সেলাই করেন, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী। দুজনেই নড়াইল-২ আসনের বাসিন্দা। নড়াইল-২ আসন মানে মাশরাফি বিন মুর্তজার এলাকা। তাঁদের আরেকটা পরিচয় দুজনেই মাশরাফির বন্ধু। 

মাশরাফির বন্ধুসুলভ মনোভাবের কথা কে না জানে! সেটা মানুষ হোক, ক্রিকেটার হোক কিংবা সংসদ সদস্য— মাশরাফির কোনো ব্যতিক্রম নেই। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের আজও ভুলে যাননি সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এলাকায় পা রাখলেই নড়াইল শহরের চৌরাস্তা মোড়ে বটগাছের নিচে বসে জুতা সেলাই করা রবি দাসের দোকানে নিয়মিত আড্ডা দেন তিনি। 

চিত্রটা বদলায়নি মাশরাফি সংসদ সদস্য হওয়ার পরও। এখনো রবি দাসের দোকানে এসে সময় কাটান। শনিবার রাতে রবি দাসের সঙ্গে সেরকমই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বটগাছের নিচে জুতা সেলাই করছেন রবি, চারপাশে ছড়ানো পুরোনো ও ছেঁড়া জুতা। সেটার পাশে হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্পে মজেছেন মাশরাফি। 

মাশরাফির আরেক বন্ধু সুমন। নড়াইলের সেই দুরন্ত শৈশব থেকে মাশরাফির জীবনের সঙ্গে জড়িয়ে আছেন সুমন। সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘মাশরাফি আমাদের কখনোই ভোলেনি। সেই ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত